ASANSOL

আসানসোল উৎসব ২০২২ : আয়োজন নিয়ে বৈঠক

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দ্যোপাধ্যায়: আসানসোল শহর তথা শিল্পাঞ্চলে অন্যতম আকর্ষণ হলো আসানসোল উৎসব। আগামী নভেম্বর মাসে এই উৎসব আয়োজন করা হবে। শনিবার আসানসোল উৎসব ময়দানে তার আয়োজন করা নিয়ে একটি বৈঠক হয়। সেই বৈঠকে আসানসোল পুরনিগমের সাংস্কৃতিক বিভাগের এমএমআইসি গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায় , কাউন্সিলর অনিমেষ দাস, দীপক তলাপাত্র, ব্যবসায়ী ও সমাজসেবী শচীন রায়, আসানসোল গার্লস কলেজের ভাইস প্রিন্সিপাল সন্দীপ ঘটক, চন্দ্র শেখর কুন্ডু সহ সমস্ত বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এই বৈঠকে আসানসোল উৎসবের বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। উল্লেখ্য আগামী ১১ থেকে ২০ নভেম্বর আসানসোল উৎসবের আয়োজন করা হবে। কলকাতার শিল্পীদের পাশাপাশি স্থানীয় শিল্পীরাও পরিবেশন করবেন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সবার সামনে তুলে ধরবেন তাদের প্রতিভা বলে উদ্যোক্তাদের তরফে বলা হয়েছে ।

Leave a Reply