কুলটি শ্মশানে বৈদ্যুতিক চুল্লি বিকল, দেহ দাহ করা নিয়ে সমস্যা, খবর পেয়ে এলেন মেয়র পারিষদ
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ পশ্চিম বর্ধমান জেলার আসানসোল পুরনিগম ও কুলটি বিধানসভার ডিশেরগড় ছিন্নমস্তা মন্দির সংলগ্ন শ্মশানে বৈদ্যুতিক চুল্লি হঠাৎই বিকল হলো। এই বিকল হওয়ার ফলে দেহ দাহ করা যায়নি। এরফলে দেহ দাহ করতে আসা লোকেরা সমস্যা পড়েন। জানা গেছে, বুধবার সকালে ডিশেরগড় ছিন্নমস্তা মন্দির সংলগ্ন শ্মশানে দেহ দাহ করতে আসেন বেশ কিছু লোক। সেই দেহ বৈদ্যুতিক চুল্লিতে ঢোকানোর পরে হঠাৎ বৈদ্যুতিক চুল্লি থেকে ফায়ারিংয়ের মতো হয়। সঙ্গে সঙ্গে ধোঁয়া ও বিকট গন্ধ বেরোতে শুরু করে। এরপর আবার একটি দেহ দাহ করতে ঢোকালে দাহ প্রক্রিয়া সম্পন্ন হয়নি। বৈদ্যুতিক চুল্লি যান্ত্রিক ত্রুটি হয়ে যাওয়ার জন্য তা হয়নি বলে সেখানে থাকা লোকেরা জানান ।
এই প্রসঙ্গে শ্মশানে থাকা এক ব্যক্তি বলেন, গত ১২ অক্টোবর থেকে এই বৈদ্যুতিক চুল্লি সমস্যা দেখা দিয়েছে । এই বিষয়ে এর দায়িত্বে ইঞ্জিনিয়ারকে জানানো হয়েছিল। কিন্তু কোন ব্যবস্থা নেওয়া হয়নি। এর ফলে বুধবার দেহ দাহ করতে আসা লোকেদেরকে সমস্যার সম্মুখীন হতে হয়।
খবর পেয়ে আসেন আসানসোল পুরনিগমের মেয়র পারিষদ ইদ্রানী মিশ্র৷ তিনি বলেন, যান্ত্রিক ত্রুটির জন্য এই সমস্যা হয়েছে। গোটা বিষয়টি মেয়র বিধান উপাধ্যায়কে জানানো হয়েছে। খুব শীঘ্রই বৈদ্যুতিক চুল্লির যে যান্ত্রিক ত্রুটি রয়েছে তা ঠিক করা হবে বলে মেয়র পারিষদ এদিন আশ্বাস দিয়েছেন ।