PANDESWAR-ANDAL

ছট পূজার পুণ্য লগ্নে পাণ্ডবেশ্বরে সূর্য মন্দিরের শিলান্যাস করলেন বিধায়ক

বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত: ছট পূজার পুণ্য লগ্নে পাণ্ডবেশ্বরের ডালুরবাঁধে নতুন সূর্য মন্দিরের শিলান্যাস করলেন বিধায়ক। পাণ্ডবেশ্বরের ডালুরবাঁধ কোলিয়ারি এলাকা মূলতহিন্দি ভাষাভাষী মানুষের বাস।বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী অনেকদিন আগেই বলেছিলেন এই অঞ্চলে সাধারণ মানুষের পূজা অর্চনার জন্য সূর্য মন্দির স্থাপন করবেন। সেই মোতাবেক আজ ছট পূজার পুণ্য লগ্নে মাটি খননের মাধ্যমে কাজের শুভ সূচনা করলেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ।

বিধায়ক জানান,আগামী কাল থেকে এ মন্দির গড়ার কাজ চালু হয়ে যাবে। বিধায়ক তহবিল এবং অন্যান্য সাধারণ মানুষের সাহায্যার্থে এই মন্দিরটি গড়ে তোলা হবে।এই এলাকায় কোনো সূর্যমন্দির ছিল না। তাই এলাকার বাসিন্দাদের কথা দিয়েছিলাম সূর্যমন্দির গড়ার কথা ,সেই কথামতো কাল থেকে কার্যকর হবে।আগামী এক বছরের মধ্যে এই মন্দির গড়ার কাজ সম্পন্ন হবে বলে জানান বিধায়ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *