ASANSOLRANIGANJ-JAMURIA

মাটি ফুঁড়ে বের হলো মহাদেবের মূর্তি, দেখার জন্য ভিড়

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- মাটি ফুঁড়ে বের হলো দেবাদিদেব মহাদেবের শিলা মূর্তি।এই ঘটনার খবর পেয়ে মূর্তি দেখার জন্য কৌতুহলী মানুষরা ভিড় জমাতে শুরু করে।ঘটনাটি জামুরিয়া থানার কেন্দুলিয়া প্রাইমারি স্কুল সংলগ্ন একটি জঙ্গলের।
কেঁদুলিয়া গ্রামের মানুষ ছাড়াও আশপাশের গ্রামের মানুষেরাও এই শিবমূর্তির দেখার জন্য ভিড় জমায়,শুরু হয় পূজা অর্চনা।


স্থানীয়দের কাছ থেকে জানা গেছে,গতকাল দুপুরে জঙ্গলে কয়েক জন রাখাল গরু চরাতে গিয়ে এই দৃশ্যটি দেখতে পান।এরপরেই তারা গ্রামে খবর দিলে স্থানীয়রা দেখার জন্য ভিড় জমাতে থাকে।জানা গেছে যেখান থেকে এই শিবের মূর্তি বের হয়েছে দীর্ঘদিন ধরে সেখানে উইডিপি ছিল। হঠাৎ করেই কাল এই মূর্তির আবির্ভাব হয়।


স্থানীয়রা জানান এই মূর্তিটিকে একটি ১১ বছরের বালক নিয়ে যাওয়ার চেষ্টা করলে মূর্তিটি ধরার সময় সেই সেই বালক জ্ঞান হারায়। প্রায় এক ঘন্টা পর তার জ্ঞান ফিরে আসে।এই ঘটনার পর থেকে এলাকার মানুষ পূজা অর্চনাতে মেতে ওঠে।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান স্থানীয় বিধায়ক হরে রাম সিং।ঘটনাস্থলে পৌঁছে জামুড়িয়া থানার পুলিশ। শিবমূর্তি দেখে বুঝতে পারা যায় বহু প্রাচীন।এখানে শিব মন্দির করার কথা জানান স্থানীয়রা।

Leave a Reply