ধরা পড়লো ভুয়া সাংবাদিক ! পাঁচ দিনের পুলিশি হেফাজতে
বেঙ্গল মিরর, আসানসোল : কাঁকসা থানা এলাকায় ধরা পড়লো ভুয়া সাংবাদিক।পাঁচ দিনের পুলিশি হেফাজতে এর নির্দেশ দুর্গাপুর আদালতের।ছেলেটির বাড়ি হাওড়া উদয় নারায়ন পুর থানা এলাকায়।প্রেস কার্ড ভুয়া বলে প্রাথমিকভাবে ভাবে পুলিশের কাছে খবর।ওই কার্ডে কোন জোনের সাংবাদিক তার উল্লেখ ছিলো না।সাথে পাওয়া গেছে অজানা এক হিউম্যান রাইটস এর একটি কার্ডও।তার কাছ থেকে পাওয়া গেছে একটি দামি স্করপিও গাড়ি কলকাতার নং এর।














ছেলে টি বেশ কয়েকমাস ধরে পানাগর এ বাড়ি ভাড়া করে থাকতো বলে জানান ওই এলাকার এক জনৈক আইনজীবী।গাড়িটির মালিক এর নাম প্রণব বেরা।তার বাড়িও কলকাতা এলাকায় বলে জানা গেছে।তদন্তের স্বার্থে পুলিশ এর বেশী জানাতে চায় নি।


