DURGAPUR

পশ্চিম বর্ধমান জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী হলেন অসীমা চক্রবর্তী

বেঙ্গল মিরর, আসানসোল, সৌর দীপ্ত সেনগুপ্ত : পশ্চিম বর্ধমান জেলা মহিলা তৃণমূলের রাশ এবার দুর্গাপুরের অসীমা চক্রবর্তীর হাতে। শুক্রবার কলকাতা থেকে তৃণমূলের জারি করা তালিকা অনুযায়ী, অসীমা চক্রবর্তীকে পশ্চিম বর্ধমান মহিলা তৃণমূলের জেলা সভাপতি হিসাবে নিযুক্ত করা হয়েছে। অসীমা অভিজ্ঞ নেত্রী। তিনি দুর্গাপুর মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনে দুবার কাউন্সিলরও হয়েছেন। দুর্গাপুরের গুরু তেগ বাহাদুর স্কুলের হিন্দি শিক্ষিকা তিনি। তিনি বেশ বন্ধুসুলভ নেত্রীও। উল্লেখ্য, এর আগে মিনতি হাজরা মহিলা তৃণমূলের জেলা সভাপতি ছিলেন।

অসীমা চক্রবর্তী মহিলা তৃণমূলের জেলা সভানেত্রী হওয়ায় মন্ত্রী মলয় ঘটক, তৃণমূল রাজ্য সম্পাদক ভি শিবদাসন দাসু, দুর্গাপুর প্রশাসনিক বোর্ডের চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায়, আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়, অভিজিৎ ঘটক, ওয়াসিম উল হক, শিক্ষক নেতা মনোজ যাদব, আলপনা ব্যানার্জি, সিকে রেশমা, শম্পা দাঁ, কবিতা যাদব প্রমুখ অভিনন্দন জানিয়েছেন তাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *