ASANSOL

লটারি কান্ড : আসানসোল জেলে অনুব্রত মন্ডলকে জেরা করতে সিবিআই

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়* লটারিতে ১ কোটি টাকা জিতেছেন। তার আসল গল্পটা কি, তা জানতে কার্যত আদাজল খেয়ে নেমেছে গরু পাচার মামলায় তদন্তে থাকা কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সি সিবিআই। শুক্রবার সারাদিন ধরে বোলপুরে সেই লটারির রহস্য বার করতে তৎপর ছিলেন সিবিআইয়ের অফিসাররা।


এবার শনিবার সকালে আসানসোল জেলে আসেন সিবিআইয়ের দুই অফিসার। তারা এদিন বেলা বারোটা নাগাদ সরাসরি বোলপুর থেকে আসানসোল জেলে আসেন। জানা গেছে, তারা এই লটারি নিয়ে আসানসোল জেলে থাকা বীরভূমের তৃনমুল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মন্ডলকে জেরা করছেন। গত ২৪ আগষ্ট থেকে গরু পাচার মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়ে আসানসোল জেলে রয়েছেন কেষ্ট মন্ডল। সিবিআইয়ের দুই অফিসার সঙ্গে করে বেশ কিছু নথিও এনেছেন।


প্রসঙ্গতঃ, চলতি বছরের জানুয়ারি মাসে একটি জনপ্রিয় লটারি বিক্রি সংস্থার ওয়েব সাইটে ১ কোটি টাকার বিজয়ী হিসাবে অনুব্রত মন্ডলের ছবি ও নাম বেরিয়েছিলো। যা নিয়ে রাজ্য জুড়ে হইচই পড়ে। বীরভূমের তৃনমুল কংগ্রেসের জেলা সভাপতি নিজে যদিও লটারিতে কোটি টাকা পাওয়ার কথা স্বীকার করেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *