সড়কে হঠাতই চলন্ত স্করপিওতে আগুন
বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ : রবিবার রাত্রে জামুড়িয়ার 60 নম্বর জাতীয় সড়কে হঠাতই চলন্ত স্করপিও গাড়িতে আগুন। অল্পের জন্য রক্ষা পায় আরোহী। ঘটনাটি ঘটে ৬০ নম্বর জাতীয় সড়ক বেলবাদ ব্রিজের কাছে। গাড়ির চালক তথা মালিক উমেশ যাদব জানান তিনি রাত্রি সাড়ে নটা নাগাদ রাণীগঞ্জ পাঞ্জাবী মোড় থেকে তার বাড়ি বেলবাদ ফিরছিলেন। বেলবাদ ব্রীজ পার করার সময় তিনি লক্ষ্য করেন গাড়ির সামনে আগুন জ্বলছে। কোন মতে তিনি গাড়ি থামিয়ে নেমে পড়েন।
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/05/img-20240520-wa01481045365085360283686-500x428.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/09/img-20240909-wa00806721733580827251668.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/12/fb_img_17339279922403722767543487143310-476x500.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2022/11/IMG_20221107_091108-e1667792706840-500x479.jpg)
কিছুক্ষণের মধ্যে গাড়িটিতে দাও দাও করে জ্বলে যায়। পথচারী ও স্থানীয়রা জল ও ধুলো দিয়ে আগুন নেওয়ার চেষ্টা করেন। খবর পেয়ে কেন্দা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পুলিশের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট এর জেরে এই আগুন লেগেছে গাড়িটিতে।