আসানসোলে এক মহিলার নিখোঁজ হওয়ার ঘটনা ঘিরে বিক্ষোভ, উত্তেজনা
পরিস্থিতি সামাল দিতে পুলিশ
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দ্যোপাধ্যায়ঃ আসানসোল পুরনিগমের ৪২ নং ওয়ার্ডে আসানসোল দক্ষিণ থানার দিলদার নগর উপর পাড়া এলাকায় বুধবার সকালে উত্তেজনা। গত শনিবার থেকে এক মহিলা নিখোঁজের ঘটনার জেরে এদিন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এই ঘটনায় এলাকার মানুষদের অভিযোগ, সিসিটিভিতে দেখা গেছে নিখোঁজ ঐ মহিলাকে দিলদার নগর উপর পাড়ার এক মহিলার সঙ্গে কথা বলতে। তারপর ঐ মহিলার বাড়ির সামনে এলাকার মানুষেরা জড়ো হয়ে বিক্ষোভ দেখানো শুরু করেন। সেই বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে আসানসোল দক্ষিণ থানার পুলিশ পৌঁছায় ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।




যে মহিলার বাড়ির সামনে এদিন এলাকার বাসিন্দারা বিক্ষোভ দেখান, তিনি এই ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। তিনি বলেন, বাড়ি ছিলাম না। এসে দেখি আমার বাড়ির সামনে ভিড়। পরে এক মহিলার নিখোঁজ হওয়ার কথা জানতে পারি।
অন্যদিকে, যে মহিলা গত শনিবার থেকে নিখোঁজ রয়েছেন তার দাদা মুন্না পান্ডে বলেন, আমরা থানায় অভিযোগ দায়ের করেছি। সিসি টিভিতে সব দেখা গেছে।
এই ঘটনা নিয়ে আসানসোল পুরনিগমের ৪২ নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর ডঃ অমিতাভ বসু বলেন, গত শনিবার থেকে ঐ এলাকার বছর ২৩ এর মহিলা তার শিশু সহ নিখোঁজ হয়ে যায় বলে শুনেছিলাম। পরে এও শুনি শিশু ফিরে এসেছে। তারপর এদিন এই ঘটনা ঘটেছে। আমি পুলিশকে ঘটনা তদন্ত করে দেখতে বলেছি। মহিলার পরিবারের সদস্যরা আসানসোল দক্ষিণ থানায় একটি মিসিং ডায়েরিও করেছেন।
পুলিশ জানায়, একটা অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত করে দেখা হচ্ছে।