RANIGANJ-JAMURIA

ওয়ার্ল্ড ফোরাম অফ আর্ট এন্ড কালচার ফেস্টিভালে সেকেন্ড রানার আপ হল খনি শহরের স্পন্দন

বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ : আবার সংগীত জগতে জুম পারফরমেন্সে অনলাইনের মাধ্যমে পাঁচ হাজার জন প্রতিযোগীর মধ্যে ওয়ার্ল্ড ফোরাম অফ আর্ট এন্ড কালচার ফেস্টিভাল প্রোগ্রামে ৮ থেকে ১৬ বছরের বিভাগে সেকেন্ড রানার আপ হল খনি শহরের স্পন্দন। অনবদ্য ভায়োলিন বাজিয়ে স্টিং সেকশনে সেকেন্ড রানার আপ রানার আপ হয় স্পন্দন মুখার্জী।

জানা গেছে ওয়ার্ল্ড ফোরাম অফ আর্ট এন্ড কালচার ফেস্টিভেলটিতে আর্ট অফ লিভিং এন্ড ইন্ডিয়ান কালচার এর ওপর ছয় মাস ধরে এই প্রোগ্রামে পাঁচ হাজারেরও বেশি শিল্পী মিউজিক কম্পিটিশন অংশ নেয়। সেখানে সেমিফাইনাল পেরিয়ে ফাইনাল পর্ব পার করে গ্র্যান্ড ফিনালেতে খনি শহরের স্পন্দন আবার সেরা স্থান দখল করে। এই খবর স্পন্দনের পরিবারের সদস্যদের দেন ওই মিউজিক কম্পিটিশনের আয়োজকরা। এই খবর জানতে পারার পরই সম্ভবতই উচ্ছসিত তার পরিবারের সকল সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *