ASANSOL

আসানসোল পুরনিগমের একাংশ কর্মীকে ২৬ মাস দ্বিগুন বেতন, অভিযোগ প্রাক্তন কাউন্সিলারের

তদন্ত হবে, বললেন মেয়র

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোল পুরনিগমের ৩ নং বরো অফিসের অস্থায়ী সাফাই কর্মীদের একাংশকে ডবল বেতন দেওয়া হয়েছে। ২ বছরের বেশি সময় ধরে তারা ডবল বেতন পেয়েছেন। বুধবার এমনই অভিযোগ তুললেন আসানসোল পুরনিগমের ২৭ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর দীপক সাউ।বুধবার এই মর্মে আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায়কে স্মারকলিপি দিয়েছেন প্রাক্তন কাউন্সিলর দীপক সাউ। বিষয়টি খতিয়ে দেখার তদন্ত করার আশ্বাস দিয়েছেন মেয়র বিধান উপাধ্যায়।


প্রাক্তন কাউন্সিলর দীপক সাউয়ের দাবি, আসানসোল পুরনিগমের ৩ নং বোরো অফিসের সাফাই কর্মীদের একাংশ ২০১৯ সালের ৪ সেপ্টেম্বর থেকে ২০২২ সালের ২ এপ্রিল মাস পর্যন্ত ডাবল বা দ্বিগুণ বেতন পেয়েছেন। এটা একটা দূর্নীতি বা স্ক্যাম। সময়টা সবমিলিয়ে ২৬ মাসের। প্রাক্তন কাউন্সিলর এই প্রসঙ্গে আসানসোল পুরনিগমের প্রাক্তন মেয়র বর্তমানে বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি ও সেই সময়ে ৩ নং বোরো চেয়ারম্যান গোলাম সরবরের কথা বলেছেন। তিনি আরো বলেন, আমি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই অভিযোগ পাঠিয়েছি।
ঘটনা চক্রে জিতেন্দ্র তেওয়ারির মতো দলবদল করে গোলাম সরবর এখন রেলপার এলাকার কংগ্রেস কাউন্সিলর।


একইসঙ্গে গত পুরভোটে নির্দল কাউন্সিলর হিসাবে জেতার পরে দীপক সাউ তৃনমুল কংগ্রেসে যোগ দেন।
প্রসঙ্গতঃ, দীপক সাউ যে সময়ের কথা বলেছেন, তার মধ্যে কিছুদিন আসানসোল পুরনিগমের পুর প্রশাসক হিসাবে ছিলেন বর্তমান চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়। একইভাবে চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি থেকে আসানসোল পুরনিগমের মেয়র রয়েছেন বিধান উপাধ্যায়।
দীপক সাউয়ের অভিযোগ হাতে পাওয়ার পরে মেয়র বলেন, গোটা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখা হবে। কেউ দোষী প্রমাণিত হলে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


অন্যদিকে, অভিযোগ সম্পর্কে এদিন গোলাম সরবর পাল্টা বলেন, এতদিন ঐ প্রাক্তন কাউন্সিলর কি করছিলেন? আমি দুদিন আগে বর্তমান পুর বোর্ডের বিরুদ্ধে একটা অভিযোগ করে সাংবাদিক সম্মেলন করি। তাই মনে হচ্ছে, তাকে দিয়ে এটা করানো হয়েছে। কোন অসুবিধা নেই। তদন্ত করা হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *