ASANSOL

আসানসোল পানীয়জলের সমস্যা, মেয়রের দ্বারস্থ বাসিন্দারা

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোল পুরনিগমের ৯৪ নম্বর ওয়ার্ডে বেশ কিছু দিন ধরে পানীয়জলের সম্যসা দেখা দিয়েছে । তাই বুধবার সেই সমস্যা নিয়ে আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায়ের দ্বারস্থ হন এলাকার বাসিন্দারা ।


জানা গেছে, আসানসোল পুরনিগমের ৯৪ নম্বর ওয়ার্ডের ধেনুয়া এলাকায় বেশ কিছু দিন ধরে পানীয় জলের সমস্যা তৈরি হয়েছে। এরফলে ঐ এলাকার মানুষেরা সমস্যায় পড়েছেন। এই প্রসঙ্গে ঐ এলাকার বাসিন্দা বাপি ভান্ডারি বলেন, কালিপুজোর পর থেকে ধেনুয়া এলাকায় পানীয়জলের সমস্যা দেখা দিয়েছে। কল থাকলেও তাতে জল পড়ছে না। তাই এই বিষয়টি মেয়র বিধান উপাধ্যায়কে জানানো হলো।
পানীয়জলের সমস্যার বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন মেয়র বিধান উপাধ্যায়।

Leave a Reply