রানীগঞ্জে উন্নয়নমূলক তিনটি কাজের উদ্বোধন করলেন মেয়র
বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ: রানীগঞ্জের ৩৪ নম্বর ওয়ার্ডের তিনটি উদ্বোধন পর্ব সারলেন আসানসোল কর্পোরেশনের মেয়র বিধান উপাধ্যায়, উপস্থিত হন ডেপুটি মেয়র ওয়াসিমুল হক ও ৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জ্যোতি সিং। এদিন প্রথমেই রানীগঞ্জের রাম বাগান ডক্টর কলোনী এলাকায় ভগ্নপ্রায় রাস্তা ১২ লক্ষ টাকা ব্যয় করে গড়ে তোলার উদ্যোগ নিয়েছেন। এই রাস্তাটি ঢালাই রাস্তা হিসেবে গড়ে তোলা হবে ডক্টরস কলোনি এলাকায়।




সেখানেই ওই ওয়ার্ডেরই রামকৃষ্ণ কলোনী এলাকায় ৩৫ লক্ষ টাকা ব্যয়ে একটি দ্বিতল উপ-স্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হয় এর পাশাপাশি ওই ওয়ার্ডেরই গৌরাঙ্গ ডাঙ্গা এলাকায় অপর আরেকটি দ্বিতল উপস্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলার লক্ষ্যে ফিতে কেটে নারকেল ফাটিয়ে স্বাস্থ্যকেন্দ্রর ভিত্তি প্রস্তর স্থাপন করেন মেয়র বিধান উপাধ্যায়।
- उर्दू शायर दिवंगत तस्लीम नियाजी की किताब का विमोचन
- আইএসএল লিগ জয়, মোহনবাগান অধিনায়ককে সম্বর্ধনা আসানসোল মেরিনার্স’ র
- দুর্গাপুরে বেহাল দশা রাস্তার, প্রতিবাদে ধানের চারা পুঁতে বিক্ষোভ বিজেপির
- আসানসোল পুরনিগম এলাকায় তৈরি হবে ৯৩টি ইউপিএইচসি, জমি ও পরিকাঠামো নিয়ে বৈঠক
- দুর্গাপুরের দুটি আবাসনে দুঃসাহসিক চুরিতে চাঞ্চল্য, তালা ভেঙে লুঠ নগদ ও গয়না, সিসিটিভির ফুটেজ দেখে তদন্তে পুলিশ