মৎস্য চাষীদের শ্বনির্ভর করতে চারা প্রদান
বেঙ্গল মিরর, কাজল মিত্র :– পশ্চিমবঙ্গ সরকারের আত্মা প্রকল্প ও মৎস্য দপ্তরের উদ্যোগে সালানপুর পঞ্চায়েত সমিতির বিশেষ তৎপরতায়
সোমবার সালানপুর পঞ্চায়েত সমিতি কার্যালয় থেকে বিতরণ করা হল মাছের চারা। সালানপুর পঞ্চায়েত সমিতির সহযোগিতায় প্রায় ২২ জন উপভোক্তাকে ১৩ কেজি করে মাছের চারা বিতরণ করা হযল। সালানপুর ব্লক ক্যাম্পাসে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী ঘাসি ,সহসভাপতি বিদ্যুৎ মিশ্র , ব্লক মৎস্য দপ্তরের আধিকারিক প্রবীর মজুমদার ,এডিএ রাজরশী ব্যানার্জি ,ব্লক কৃষি বিভাগের টেকনিক্যাল ম্যানেজার উদয়ন দাস সহ অনেকে ।




পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী ঘাসি জানান মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিভিন্ন প্রকল্প রয়েছে সেইসকল প্রকল্প গুলির মধ্যে সরকারের আত্মা প্রকল্পে কৃষকদের উৎসাহ দিতে যেসকল মৎস চাষী রয়েছে তাদের মাছ চাষের মধ্যে স্বনির্ভর গড়ে তুলতে আজকে মাছের চারা প্রদান করা হল ।এদিন সালানপুর ব্লকের ২২ জন মৎস্য চাষির হাতে ১৩ কেজি ও ১৫ কেজি করে মাছের চারা দেওয়া হয়।