আসানসোল থেকে মিঠুন চক্রবর্তী পুরুলিয়ার উদ্দেশ্যে রওনা
বেঙ্গল মিরর, দেব ভট্টাচার্য, আসানসোল: আজ থেকেই রাড়বঙ্গ সফরে মিঠুন চক্রবর্তী।পুরুলিয়া,বাঁকুড়া,আসানসোল,বিষ্ণুপুর, বোলপুর সহ বিভিন্ন জেলায় সফর রয়েছে তার।সামনেই রয়েছে পঞ্চায়েত নির্বাচন। তাই রাজ্য বিজেপি মিঠুনকে কাজে লাগাচ্ছে।গতকাল তিনি আসানসোলের বার্নপুর ইস্কো গেস্ট হাউসে রাত্রি কাটান রাত ১১ টা নাগাদ এখানেই সে তিনি পৌঁছন তাকে সেই সময় স্বাগত জানান দলের পক্ষে জেলা সভাপতি দিলীপ দে এবং সাধারণ সম্পাদক বাপ্পা চ্যাটার্জী সহ অন্যরা ।




বুধবার সকালে তার সাথে কথা বলেন দলের রাজ্য সম্পাদক এবং বিধায়ক লক্ষণ ঘরই সহ অন্যান্য নেতারা। সকাল ১০টা০৫ নাগাদ পুরুলিয়ার উদ্দেশ্যে তিনি রওনা হন । আগামী ২৬ শে নভেম্বর তিনি প্রথমে আসানসোলের দলীয় অফিসে কর্মীসভা করবেন এবং পরে বিকেলে চারটে নাগাদ ঝাঁঝরায় সভা করবেন।