সমস্ত রকম জাত গোখরোরের জন্য বাংলার ঘরে ঘরে কার্বলিক এসিড তৈরি আছে : সায়নি ঘোষ
বেঙ্গল মিরর, দুর্গাপুর: ঝাঁজরায় বিজেপির জনসভার ১দিন পরেই তৃণমূলের জনসভা। গতকালের জনসভায় যোগ দিয়ে তৃণমূলকে আক্রমণ করেছিলেন মিঠুন চক্রবর্তী। রবিবার পাল্টা তৃণমূলের জনসভায় যোগ দিয়ে রাজ্য যুব তৃণমূল সভানেত্রী সায়নি ঘোষ মিঠুন চক্রবর্তীকে আক্রমণ করে বলেন, একসময় নকশালে ছিল পরে জ্যোতি বসুকে কাকু বলে বামেদের দলে গিয়েছিল, পরে মমতা ব্যানার্জীকে বোন বলেছিল এখন দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদীকে বাবা বলছে।
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তৃণমূলকে আক্রমণ করে বলেছিলেন তৃণমূল পাঁচশ টাকা দেয় লক্ষীর ভান্ডারে ছেড়ে দিন বিজেপি দু হাজার টাকা দেবে। পাল্টা তৃণমূলের রাজ্য যুবনেত্রী সায়নী ঘোষ বিজেপিকে আক্রমণ করে বলেন, আগে ২কোটি চাকরি দিন, ১৫ লক্ষ টাকা করে একাউন্টে দিন তারপর দুই হাজার টাকা দেবেন।