রানীগঞ্জের নিখোঁজ 2 নাবালিকাকে আমদাবাদে উদ্ধার করল আমদাবাদে পুলিশ
বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ : চার দিনের মাথায় নিখোঁজ 2 নাবালিকা ছাত্রীকে উদ্ধার করল রানীগঞ্জ থানার পাঞ্জাবি মোড় পুলিশ তাদের ধানবাদ স্টেশনে গারবা এক্সপ্রেস ট্রেন থেকে আজ সকাল আটটা নাগাদ উদ্ধার করে পুলিশ। সোমবার তাদের রানীগঞ্জের পাঞ্জাব মোড় পুলিশ ফাঁড়ি নিয়ে আসার পর উদ্ধারকারী দুই মেয়েকেই চাইল্ড ওয়েলফেয়ার কমিটি তে নিয়ে গিয়ে তাদের বিচারকের কাছে নিয়ে যাওয়ার পর তাদের অভিভাবকের হাতে তুলে দেওয়া হয় ছাত্রীদের।
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/05/img-20240520-wa01481045365085360283686-500x428.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/09/img-20240909-wa00806721733580827251668.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/12/fb_img_17339279922403722767543487143310-476x500.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2022/11/IMG-20221128-WA0010-500x281.jpg)
জানা গেছে ওই দুই ছাত্রী কাজের খোঁজে বাড়ি ছেড়ে বেরিয়ে ছিলেন তাদের প্রথমেই ফোনের টাওয়ার লোকেশন ধরে আমদাবাদে তাদের যাওয়ার বিষয় লক্ষ্য করে পুলিশ। পরে তাদের টাওয়ার লোকেশন ধরেই ধানবাদ স্টেশন থেকে ওই দুই ছাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়। এদিন মহিলা পুলিশদের সঙ্গে নিয়ে ওই ছাত্রীদের রানীগঞ্জের পাঞ্জাবি মোড় ফাঁড়িতে নিয়ে আসা হয়। পরিবারের সদস্য ও স্থানীয় এলাকার বাসিন্দারা পুলিশের এই তৎপরভাবে উদ্ধারের বিষয় লক্ষ্য করে স্বভাবতই খুশি।
জানা গেছে দুই ছাত্রী ২৪শে নভেম্বর বাড়ি থেকে স্কুলে ফর্ম ফিলাপ করতে যাচ্ছি বলে উধাও হয়। রাত্রে ছাত্রীরা বাড়ি ফিরে না আসায় বাড়ির লোকেরা বিস্তর খোঁজ তল্লাশি শুরু করে। এরপরই পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে নিখোঁজ ওই দুই ছাত্রীর পরিবার ওই দুই ছাত্রী বাড়ির সদস্যদের ফোন করলে সেই ফোন কলের নাম্বার ধরে তাদের খোঁজ তল্লাশি শুরু করে পুলিশ এর পরে সফলতা পায় পুলিশ। প্রাথমিকভাবে ওই ছাত্রীরা জানিয়েছে তারা কাজের খোঁজে বাড়ি ছেড়ে বেরিয়ে ছিলেন। যদিও এর পেছনে আর কোন অভিসন্ধি কাজ করছে কিনা সে বিষয়ে খোঁজ- তল্লাশি চালাচ্ছে পুলিশ।