কুলটি কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে সংঘর্ষে, আহত একাধিক
ঘটনাস্থলে পুলিশ, কলেজ প্রাঙ্গণে উত্তেজনা
বেঙ্গল মিরর,কাজল মিত্র :;পশ্চিম বর্ধমান জেলার কুলটি বিধানসভা অন্তর্গত কুলটি কলেজে আজ মঙ্গলবার দুপুরে দুই ছাত্র সংগঠনের মধ্যে সংঘর্ষ বেঁধে যায় । যার ফলে আহত হয় একাধিক কলেজের পড়ুয়া এবং একজন কলেজ স্টাফ । ঘটনার সম্বন্ধে জানা যায় মঙ্গলবার সকাল থেকে কলেজ প্রাঙ্গনে বাম ছাত্র সংগঠন SFI এর তরফে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল । এই রক্তদান শিবির কে কেন্দ্র করে শুরু হয় বচসা ।
কলেজের আরেক ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে । বচসার জেরে শুরু হয় হাতাহাতি থেকে সংঘর্ষে জড়িয়ে যায় যার ফলে আহত হয় একাধিক । ঘটনার খবর পেয়ে কুলটি থানার পুলিশ কুলটি কলেজ প্রাঙ্গনে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে তবে কুলটি কলেজ জুড়ে এখনও রয়েছে উত্তেজনা ।এই ঘটনার সম্বন্ধেডি ওয়াই এফ আই রাজ্য সভার নেত্রী মীনাক্ষী মুখার্জি বলেন কুলটি কলেজে রেড ভোলেন্টিয়ার এর তরফে আজ রক্তদান শিবির করা হয়েছিল যেখানে কিছু বহিরাগত দুষ্কৃতী গিয়ে ঝামেলা সৃষ্টি করে যার ফলে তাদের কয়েকজন ডিওয়াইএফ এই এর ছাত্র আহত হয় । তবে কলেজে ঢুকে যেই এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের শাস্তির দাবি চাই নাহলে তারা বৃহত্তর আন্দোলনে যাবে ।যারা রক্ত দান করছিলেন তাদের কিভাবে পেটাল সেটা পুলিশ ঠিক করবে কিভাবে ধরবে।
এবাবে কুলটিতে গুঁড়া রাজ চালানো যাবেনা ।