বিশ্ব এইডস ডে পালন : সচেতনতার প্রচারে আসানসোল জেলা হাসপাতালের উদ্যোগে রেলি
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ বিশ্ব এইডস ডে বৃহস্পতিবার পালন করা হলো আসানসোলে। এদিন এই রোগ থেকে বাঁচতে সচেতনতার প্রচারে আসানসোল জেলা হাসপাতালের উদ্যোগে একটি রেলি বেরোয়। জেলা হাসপাতালের সুপার ডাঃ নিখিল চন্দ্র দাসের নেতৃত্বে হওয়া এই রেলি জেলা হাসপাতালের পাশাপাশি আশপাশের এলাকা ঘোরে। অন্যদের মধ্যে ছিলেন জেলা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের ইনচার্জ ডাঃ সঞ্জিত চট্টোপাধ্যায়, ডেপুটি সুপার কঙ্কন রায়, তিন সহকারী সুপার ভাস্কর হাজরা, সৃজিত মিত্র ও মমতাজ চৌধুরী সহ নার্স এবং স্বাস্থ্য কর্মীরা।
এই প্রসঙ্গে সুপার বলেন, আমাদের উদ্দেশ্য হলো কি করে এই রোগ থেকে বাঁচতে হবে, তা নিয়ে মানুষকে সচেতন করা। মনে রাখতে মানুষকে যাতে এই রোগ না হয়। কোনভাবে তা হলে, যা করনীয় তা তো পরে করতেই হবে।
আইকিউ সিটি নার্সিং কলেজের উদ্যোগে পান্ডবেশ্বরে বিশ্ব এইডস দিবসে সচেতনতার র্যালি
বেঙ্গল মিরর, দূর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* বিশ্ব এইডস দিবস উপলক্ষে বৃহস্পতিবার দুর্গাপুরের আইকিউ সিটি নার্সিং কলেজের শিক্ষার্থীরা পাণ্ডবেশ্বরের লাউদোহা এলাকায় একটি সচেতনতা র্যালির আয়োজন করে।
নার্সিং কলেজের ৯৩ জন নার্সিং ছাত্র ও শিক্ষক র্যালিতে অংশগ্রহণ করেন। এই র্যালির মাধ্যমে গ্রামবাসী ও স্থানীয় পথচারীদের মধ্যে লিফলেট, বিভিন্ন সচেতনতামূলক ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এর পাশাপাশি এদিন ঐ এলাকায় একটি সচেতনতা শিবিরেরও আয়োজন করা হয়েছিল। যেখানে গ্রামবাসীদের এইডস সম্পর্কে শিক্ষিত করা ও তাদের এইডস নিয়ন্ত্রণের চিকিৎসা ব্যবস্থার ব্যাখ্যা দেওয়া হয়।