ASANSOL

আসানসোল পুরনিগমের তৃনমুল কংগ্রেসের প্রাক্তন বোরো চেয়ারম্যান প্রয়াত

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোল পুরনিগমের প্রাক্তন বোরো চেয়ারম্যান তথা তৃনমূল কংগ্রেসের কাউন্সিলার দয়াময় রায় প্রয়াত হলেন। শনিবার সকালে আসানসোল জেলা হাসপাতালের সিসিইউতে তার মৃত্যু হয়। মৃত্যু কালে তার বয়স হয়েছিলো ৭৯ বছর। আসানসোল গ্রামের নামো পাড়ার বাসিন্দা তৃনমুল কংগ্রেসের নেতা দয়াময় রায় বেশ কিছুদিন ধরে শারীরিক ভাবে অসুস্থ ছিলেন। গত ২৭ নভেম্বর বাড়িতে তার শারীরিক অবস্থার অবনতি হলে, তাকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছিলো।


এদিন সকালে আসানসোলের এসবি গরাই রোডের রামসায়ের ময়দানে তার মরদেহে পূষ্প অর্পণ করে শ্রদ্ধা জানান রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক।
এছাড়াও আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার চেয়ারম্যান তাপস বন্দোপাধ্যায় , আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক সহ অনান্য নেতৃত্বরা পুষ্প অর্পণ করে শ্রদ্ধা জানান। তারা দয়াময় রায়ের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র বিধান উপাধ্যায়, চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি, রাজ্য তৃণমূল সম্পাদক ভি শিবদাসন দাসু, প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি, পৌর নিগমের বিরোধী দলনেতা চৈতালী তিওয়ারি, কংগ্রেস কাউন্সিলর গোলাম সারোয়ার গভীর শোক প্রকাশ করেছেন।


দয়াময় রায় আসানসোল পুরনিগমে তৃনমুল কংগ্রেসের দুবারের কাউন্সিলর ও একবারের বোরো চেয়ারম্যান ছিলেন। বর্তমান দয়াময় রায়ের ছেলে উৎপল ওরফে উদয় রায় আসানসোল পুরনিগমের ৪৫ নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *