বিজেপি ট্রেড সেলের রাজ্য কো – কনভেনরের নেতৃত্বে ব্যবসায়ীদের প্রতিনিধিদলের সঙ্গে কেন্দ্রীয় পঞ্চায়েত রাজ রাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দ্যোপাধ্যায় : বিজেপি ট্রেড সেলের রাজ্য কো – কনভেনর বিশিষ্ট ব্যবসায়ী সুব্রত ওরফে মিঠু ঘাঁটির নেতৃত্বে আসানসোল চেম্বার অফ কমার্সের একটি প্রতিনিধিদল শনিবার রাতে বার্ণপুরে ইস্কো গেস্ট হাউসে কেন্দ্রীয় পঞ্চায়েত রাজ দপ্তরের রাষ্ট্র মন্ত্রী কপিল মহেশ্বর পাটিলের সঙ্গে দেখা করেন। কেন্দ্রীয় রাষ্ট্র মন্ত্রী শুক্রবার থেকে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে আছেন । মন্ত্রী সাক্ষাতে ট্রেড সেলের কো-কনভেনারের সঙ্গে ছিলেন আসানসোল চেম্বার অফ কমার্সের সভাপতি ওম বাগারিয়া, তমোজিৎ দত্ত, প্রদীপ ঠাকুর, সহ-সভাপতি নিরঞ্জন আগরওয়াল। আসানসোল চেম্বার অফ কমার্সের এই প্রতিনিধিদল শিল্পাঞ্চলের ব্যবসায়ীদের কিছু সমস্যার দিকে কেন্দ্রীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
সুব্রত ঘাঁটি কেন্দ্রীয় মন্ত্রীকে অনুরোধ করেন যে রেল, ইস্কো, ইসিএলের মতো কেন্দ্রীয় সংস্থার কাজ পাওয়ার ক্ষেত্রে স্থানীয় ব্যবসায়ী ও ঠিকাদাররা অগ্রাধিকার পায়, তা দেখার জন্য। এতে এলাকার মানুষেরাও যে কোনও কাজের জন্য নিয়োগ সংক্রান্ত বিষয়ে অগ্রাধিকারের সুযোগ পাবেন। এছাড়া যাতে স্থানীয় যুবকদের স্থানীয়ভাবে কর্মসংস্থান দেওয়া যায় সে বিষয়টি কেন্দ্রীয় মন্ত্রীর সামনে তারা তুলে ধরেন। এছাড়াও আরও অনেক সমস্যা নিয়েও এই প্রতিনিধিদল কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর সঙ্গে কথা বলেন বলে জানা গেছে। কেন্দ্রীয় রাষ্ট্র মন্ত্রী ট্রেড সেলের কো-কনভেনার ও বনিকসভার প্রতিনিধিদের কথা মনোযোগ সহকারে শোনেন ও তাদের সমস্যা সমাধানের আশ্বাস দেন। এই প্রসঙ্গে কো-কনভেনার বলেন, কেন্দ্রীয় মন্ত্রী বনিকসভাকে লিখিত ভাবে তাদের দাবি ও সমস্যা জানানোর পরামর্শ দিয়েছেন। যাতে পরবর্তী কালে তিনি তা নির্দিষ্ট জায়গায় বলতে পারেন
এই প্রসঙ্গে রবিবার এক সাংবাদিক সম্মেলনে বলেন, বনিকসভার সদস্যরা আমার সঙ্গে দেখা করে , কিছু কথা বলেছেন।
আরো জানা গেছে রাজ্য বিজেপি ট্রেড সেলের কো-কনভেনার সুব্রত ওরফে মিঠু ঘাঁটি আসানসোল সাংগঠনিক জেলায় দলের বর্তমান অবস্থা নিয়েও অবহিত করেন।