ড্যান্স বাংলা ড্যান্স অনুষ্ঠানে গ্রান্ড মেগা অডিশনে সুযোগ কুলটির পাঁচ খুদে শিল্পীরা অংশ নেবেন
বেঙ্গল মিরর, কাজল মিত্র :- আসানসোলের কুলটি বিধানসভার অন্তর্গত কুলটি এলাকার থেকে জীবাংলার ড্যান্স বাংলা ডান্স অনুষ্ঠানে গ্রান্ডমেগা অডিশনে সুযোগ কুলটি এলাকার পাঁচখুদে শিল্পীরা । মঙ্গলবার এই পাঁচ খুঁদে শিল্পী তাঁদের অভিবাবকদের নিয়ে কুলটি থেকে কলকাতার উদেশ্য পাড়ি দেন যেখানে জী বাংলা ডান্স বাংলা ডান্স গ্রান্ড মেগা অডিশনে অংশ নেবেন।নাম রাজেস্বরী মাজি, সঞ্জনা গাঙ্গুলি, শুভজিৎ বাদ্দ্যকর, জ্যোতি বাউরি,কৃতন্ত চক্রবর্তী ।
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/05/img-20240520-wa01481045365085360283686-500x428.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/09/img-20240909-wa00806721733580827251668.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/12/fb_img_17339279922403722767543487143310-476x500.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2022/12/IMG-20221206-WA0005-500x277.jpg)
এই পাঁচজন খুঁদেশিল্পীদের নিয়ে সোমবার সন্ধ্যায় এক সাংবাদিক বৈঠক করেন কুলটির এ টু জেড ও শিবান্স ডান্স একাডেমির কর্ণধার ও অভিবাবকরা।এই সুযোগ পেয়ে আনন্দিত ক্ষুদেরা।তাঁদের প্রতিভা যেন আগামী দিনের কুলটির গৌরবময় হয়ে ওঠে এলাকার নাম উজ্জ্বল করতে পারে তাঁরই লক্ষ এবং প্রচেষ্টা এই সংস্থার বলে যানান ।