RANIGANJ-JAMURIA

রানীগঞ্জে ইসিসিএলের নকল চালান করার অভিযোগে দুই যুবক গ্রেপ্তার

বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ : এবার ইসিসিএলের কয়লা সরবরাহের চালানের, নকল চালান করার অভিযোগে দুই যুবক হল গ্রেপ্তার। ঘটনা প্রসঙ্গে জানা যায় সোমবার রাত্রে রানীগঞ্জ থানার, পাঞ্জাবি মোড় ফাঁড়ির পুলিশ কাশিপুর ডাঙ্গা থেকে ই সি এলের চালানের নকল করার অভিযোগ পেয়েছিল পুলিশ। সেই বিষয়ে তদন্তে নেমে গোপন তথ্যের ভিত্তিতে সোমবার রাত্রে পুলিশ কাশিপুরডাঙ্গা এলাকায় অতর্কিত অভিযান চালায়।, সে সময়ে এই দুই যুবক নকল চালান দিয়ে কয়লা পাচারের মতলব করেছিল। সে বিষয়টি জানার পরই পুলিশ তাদের কাছে থাকা নকল চালান সহ রানীগঞ্জের কাশিপুর এলাকার বাসিন্দা বছর ২৪শের বিট্টু শর্মা ও ঝাড়খণ্ডের, বর্তমানে রানীগঞ্জের হুসেন নগরের অস্থায়ী বাসিন্দা, বছর ২২শের মোদাসির আলম কে নকল চালান করার অভিযোগে গ্রেপ্তার করে।

পুলিশ এই ঘটনার খবর পেয়েই দুইজনকেই নকল চালান সহ আটক করে । পুলিশের প্রাথমিক অনুমান ই সি এলের চালান গুলিকেই সংগ্রহ করে সেই চালানের নকল করে তারা কয়লা পাচারের ছক কোষে ছিল। মঙ্গলবার পুলিশ ধৃতদের আসানসোল জেলা আদালতে পাঠায়। পুলিশ আগামীতে ধৃতদের জিজ্ঞাসা আমাদের জন্য আদালতে পুলিশি হেফাজতের আবেদন জানিয়েছেন। এর পেছনে আরো অন্য কোন ব্যক্তি যুক্ত রয়েছে কিনা তা নিয়েও খোঁজ তল্লাশি শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *