ASANSOL

Asansol Stampede : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পাশে জেলা প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা দপ্তর

মৃত তিনজনের পরিবারকে ২ লক্ষ ও আহত ৬ জনকে ৫০ হাজার টাকা ক্ষতি পূরণ

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়, সৌরদীপ্ত সেনগুপ্ত ও দেব ভট্টাচার্যঃ* আসানসোল পুরনিগমের ২৭ নং ওয়ার্ডে রামকৃষ্ণ ডাঙ্গালে বুধবার সন্ধ্যায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর শিবচর্চা ও কম্বল বিতরণ অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ৩ জনের। আহত হয়েছেন আরো ৬ জন। এই ৬ জন আসানসোল জেলা হাসপাতালে বর্তমানে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি রয়েছেন।
সেই ঘটনার ২৪ ঘন্টার মধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য সরকারের তরফে মৃত তিনজন পরিবার ২ লক্ষ টাকা ও আহত ছয়জন পরিবারকে ৫০ হাজার টাকা আর্থিক ক্ষতি পূরণ দেওয়া হলো। পশ্চিম বর্ধমান জেলাশাসকের আওতাধীন জেলা বিপর্যয় মোকাবিলা দপ্তরের ফান্ড থেকে এই আর্থিক ক্ষতি পূরণ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের তরফে হওয়া আসানসোলে মহকুমাশাসকের কার্যালয়ের কনফারেন্স রুমে এক অনুষ্ঠানে ক্ষতি পূরণের টাকার চেক তুলে দেওয়া হয়। ছিলেন রাজ্যের ক্ষুদ্র, মাঝারি ও বস্ত্র দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বিধান সভার ডেপুটি স্পিকার আশীষ বন্দ্যোপাধ্যায়, আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায়, চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক ও ওয়াসিমুল হক , জেলাশাসক এস অরুণ প্রসাদ, মহকুমাশাসক অভিজ্ঞান পাঁজা, ডিপিআরডিও তমোজিৎ চক্রবর্তী সহ আরো অনেকে।


এখানে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা সাংবাদিকদের বলেন, বিজেপির সভা বা অনুষ্ঠানে লোক হয়না। ভিড়ও হয়না। তাই পুলিশের অনুমতি ছাড়া সাধারণ গরীব মানুষকে একটি কম্বলের লোভ দেখিয়ে ছোট্ট একটা জায়গায় এত বড় অনুষ্ঠান করে বিশৃঙ্খলা সৃষ্টি করা হলো। আর সেখানে গিয়ে পদপিষ্ট হয়ে তিনজনের জীবন শেষ হয়ে গেলো। আর আহত হয়েছেন ছয়জন। এই বাংলার মাটির স্বাদ জানে না বিজেপি। আর তারা বাংলা দখলের চেষ্টা করছে।বাংলার মানুষ একবার তাদের যোগ্য জবাব দিয়েছেন। আগামী দিনে বাংলার মানুষেরা এই দলকো আরো জবাব দেবেন। তিনি আরো বলেন, উদ্যোক্তাদের বিরুদ্ধে এই ঘটনার জন্য কি আইনি পদক্ষেপ নেওয়া যায়, তা খতিয়ে দেখা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে রাজ্য সরকার জেলা প্রশাসনের মাধ্যমে মৃত তিনজনের পরিবারকে ২ লক্ষ টাকা ও আহতদেরকে ৫০ হাজার টাকা করে দেওয়া হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *