ASANSOLRANIGANJ-JAMURIA

প্রেমিক-প্রেমিকা ও তার নাবালক ভাইকে দিল্লি থেকে উদ্ধার করল রানীগঞ্জ থানার পুলিশ

বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ : নিজের মায়ের খোঁজ করতে সৎ মায়ের বাড়ি ছেড়ে পাড়ি দিয়েছিল প্রতিবেশী প্রেমিকের সঙ্গে নিজের ভাইকে নিয়ে প্রেমিকা। এবার সেই প্রেমিক-প্রেমিকা ও তার নাবালক ভাইকে দিল্লি থেকে উদ্ধার করল রানীগঞ্জ থানার পুলিশ। এবার ছয় মাসের মধ্যেই দিল্লি থেকে উদ্ধার করল অপহরণ হয়ে যাওয়ার অভিযোগে অভিযোগ দায়ের হওয়া এক নাবালক ভাই ও তার দিদিকে। ঘটনা প্রসঙ্গে জানা যায় রানীগঞ্জের হাতিয়াতলাওয়ের টাটা টাওয়ার লাগোয়া এলাকার বাসিন্দা নির্মলা সাউ এর বাড়ি থেকে চলে যান তার প্রয়াত স্বামীর বছর ১৮র মেয়ে ও তার নাবালক ভাই।

এ বিষয়ে বিস্তর খোঁজ তল্লাশির পর তাদের খোঁজ না পাওয়ায় এ বছরের ২৩ শে মে রানীগঞ্জ থানায় একটি অপহরণের অভিযোগ দায়ের করেন নির্মলা সাউ। এরপর পুলিশ মোবাইলের টাওয়ার লোকেশন খতিয়ে দেখে দিল্লির সময়পুর বাদলি থানা অন্তর্গত সঞ্জয় গান্ধী ট্রান্সপোর্ট এর কাছ থেকে এক ভাড়া বাড়ির মধ্যে তার মায়ের কাছে থেকে সকলকে উদ্ধার করে। রানীগঞ্জ থানার এএসআই শিশির কুমার পোড়েল দিল্লির রোহিনী কোটে সকলকে হাজির করে তিনদিনের ট্রানজিট রিমান্ডে তাদের এবার রানীগঞ্জে নিয়ে এলেন।

জানা গেছে ওই কিশোরীর বাবা ইতিমধ্যে প্রয়াত হয়েছেন আর তার মা অপুর এক ব্যক্তির সঙ্গে বিয়ে করে দিল্লিতে বসবাস করছিলেন। ওই কিশোরী প্রথমে তার মামাবাড়ি বিহারে গিয়ে তাদের খোঁজ করে জানতে পারেন যে তার মা দিল্লিতে রয়েছেন এরপরই সে তার প্রেমিককে সঙ্গে নিয়ে মায়ের খোঁজে দিল্লি রওনা দেন। সেখানেই সকলে স্থানীয় এলাকায় কাজে যুক্ত হয়ে ঘর সংসার শুরু করেছিলেন। এদিকে পুলিশ এই ঘটনায় অপহরণের অভিযোগের প্রেক্ষিতে সকলের খোঁজ পেয়ে শনিবার তাদের রানীগঞ্জ থানায় নিয়ে আসেন। জানা গেছে পুলিশ সকলকেই এদিন আসানসোল জেলা আদালতে হাজির করে বিচারকের নির্দেশে মত ব্যবস্থা গ্রহণ করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *