BARABANI-SALANPUR-CHITTARANJAN

বারাবনি ব্লক যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ ও ধিক্কার মিছিল

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- আসানসোল রামকৃষ্ণডাঙ্গালে বিজেপির তরফে শিব চর্চার নামে বিজেপির সভায় কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনজন মৃত ও বেশ কিছু আহত হওয়ার প্রতিবাদে রবিবার বারাবনি ব্লক যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রতিবাদ ও ধিক্কার মিছিল এর আয়োজন করা হয় ।এই মিছিলটি পানুড়িয়া আমবাগান থেকে শুরু করে হাটতলা পর্যন্ত গিয়ে শেষ করেন।মিছিলে নেতৃত্ব দেন বারাবনি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অসিত সিংহ, যুব তৃণমূল কংগ্রেস নেতা বিশ্বজিৎ সিংহ,
কেশব রাউত ,আশিস মণ্ডল, রাজেশ হাঁসদা সহ আরো অনেকে ।


এদিন অসিত সিংহ জানান 14 ই ডিসেম্বর আসানসোল এর বুকে একটা কালো দিন ছিল ,আপনারা দেখবেন একজন শিশু সহ তিনজন মারা গেছে কিন্তু বিজেপির রাজ্য নেতৃত্ব বলুন কিংবা জেলা নেতৃত্ব বলুন কেও কোনো দুঃখ প্রকাশ করেনি।বিনা অনুমতিতে তারা এই সভা করেছে আর সেই সভায় সকলকে কম্বল দেওয়ার নাম করে ডেকে ছিল কিন্তু এত লোকের মাঝে 100 কম্বল বিতরণ করতে গিয়ে এই ঝামেলা তাতে তিনজনের প্রাণ যায় ।কিন্তু তৃণমূল 20 হাজার 25 হাজার শাড়ি ,কম্বল বিতরণ করে তাতে কোনদিন কোনো অঘটন ঘটেনি ।

আমাদের সংঘটনের ছেলেরা সব কিছু মেন্টেন করে নেয় ।তাদের যদি দেওয়ার ইচ্ছা ছিল তাহলে তাদের সংঘটনের ছেলেরা পাড়ায় পাড়ায় দিয়ে আসতে পারত না শিব চর্চার নামে কম্বল দেব বলে লোক জড় করে বিজেপির কর্মিসভা করে ।যারা এই অনুষ্ঠান টি আয়োজন করেছিল তাদের কোন অভিজ্ঞতা ছিলনা যে কিভাবে কি করতে হয় কেবল মাত্র কম্বল দেওয়ার নাম করে মানুষ মারা হচ্ছে আর কিছু না ।শুভেন্দু অধিকারী তিনটি ডেট দিয়েছিল 12 তারিক 14 তারিক ও 21 তারিক তার মধ্যে 12 তারিক লালন শেখ মারা গেছে 14 তারিক তিনটি প্রাণ গেল এবার 21 তারিক কি হয় দেখুন ।তবে এই ধরনের ঘটনা কে আমরা ধিক্কার জানাই এবং আমরা তীব্র প্রতিবাদ জানাই ।

Leave a Reply