ASANSOLKULTI-BARAKAR

পাথর বোঝাই ডাম্পারের ধাক্কায় আহত সাইকেল আরোহী, বিক্ষোভ

বেঙ্গল মিরর, আসানসোল, দেব ভট্টাচার্য ও রাজা বন্দোপাধ্যায়ঃ পাথর বোঝাই এক ডাম্পারের ধাক্কায় এক সাইকেল আরোহীর গুরুতর আহত হয়। তাকে আসানসোল জেলা হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়। আহত সাইকেল আরোহীর নাম জানা যায় নি। বয়স আনুমানিক ৪০ বছর। বুধবার সকালে আসানসোলের কুলটি থানার নিয়ামতপুরের টহরমের কাছে এই ঘটনাটি ঘটেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই ঘটনার প্রতিবাদ ও রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণের দাবিতে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, জনবহুল এই রাস্তার ওপর দিয়ে অনবরত বালি এবং পাথরের বড় বড় ডাম্পার যাতায়াত করছে । বারবার বলা হলেও পুলিশ প্রশাসন ব্যবস্থা নিচ্ছেন না । তারই জন্য এদিনের এই ঘটনা।


পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকালে নিয়ামতপুরের টহররমের কাছে পাথর বোঝাই একটি ডাম্পার আচমকাই এক সাইকেলের আরোহীকে ধাক্কা মারে। সেই ধাক্কায় ঐ সাইকেল আরোহীর একটি পা সহ শরীরের বিভিন্ন অংশে আঘাত লাগে । খবর পেয়ে নিয়ামতপুর পুলিশ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে আসে। পুলিশকে ঘিরে ধরে স্থানীয় মানুষেরা বিক্ষোভ দেখান। শেষ পর্যন্ত ডাম্পারটি পুলিশ আটক করেছে। চালক পালিয়ে যায়। আহত সাইকেল-আরোহীকে আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয় বলে পুলিশ জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *