স্কুলে নাচের অনুশীলনের সময় চাঙর ধসে পড়ায় ঘটল বিপত্তি
বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ : স্কুলের নাচের অনুশীলনের সময় চাঙর ধসে পড়ায় ঘটল বিপত্তি।রানীগঞ্জের আই হাসপাতাল লাগোয়া এলাকায় অবস্থিত এক ইংরেজি মাধ্যম স্কুলে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের অনুশীলন পর্ব চলার সময়, হঠাৎই স্কুলের ছাদের সিলিং এর চাঙর ধসে পড়ে আহত হয় তিনজন সপ্তম শ্রেণীর স্কুল পড়ুয়া। এই ঘটনার খবর বাইরে চাউড় হতেই ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়। ওই স্কুলের অভিভাবক থেকে শুরু করে সাধারণ মানুষ এই বিষয়কে নিয়ে ব্যাপক জল্পনা কল্পনা শুরু করে।
অনেকেই দাবি করেন স্কুলে ভয়াবহ ঘটনা ঘটেছে, এই নিয়ে ব্যাপক গুজব ছড়ায় এলাকায়। এই ঘটনার খবর পাওয়ার পরপরই ঘটনার স্থলে এসে পৌঁছন রানীগঞ্জ থানার পুলিশ। তারা সমস্ত বিষয়ে খতিয়ে দেখে পড়ুয়াদের অবস্থা স্থিতিশীল রয়েছে জানতে পেরে, সমস্ত বিষয় খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে সিলিং এর প্লাস্টার ছেড়ে যাওয়ার কারণেই ও সেখানে কম্পনের ফলে ঘটে এই বিপত্তি। এই ঘটনায় তিন আহত ছাত্রীকেই প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।