ASANSOL-BURNPUR

ইস্কো কারখানার তরফে নির্দেশিকা জারি ফিরলো করোনা বিধি, কর্মীদের দাবি বন্ধ করা হোক বায়োমেট্রিক

বেঙ্গল মিরর, আসানসোল, দেব ভট্টাচার্য ও রাজা বন্দোপাধ্যায়ঃ* কেন্দ্র ও রাজ্য সরকার আবার নতুন করে ফিরে আসছে করোনা ধরে নিয়ে ইতিমধ্যেই বৈঠক করে কিছু কিছু নির্দেশ জারি করেছে। আর তার ২৪ ঘন্টার মধ্যেই পশ্চিম বর্ধমান জেলায় প্রথম বার্ণপুর ইস্কো কারখানা বা আইএসপির তরফে কর্মী ও তাদের পরিবারের জন্য কারখানার ভেতরে বা কারখানার বাইরে করোনা বিধি ফিরিয়ে আনলো। শনিবার এই মর্মে আট দফা নির্দেশ জারি করে তা পালন করার জন্য আবেদন জানানো হয়েছে।


ঐ নির্দেশনামায় বলা হয়েছে, কারখানার কর্মীদের নিজেদের দায়িত্ব এই সময় গুরুত্ব দিয়ে পালন করতে হবে। তবে এ নিয়ে আতঙ্কের কোনও বিষয় নেই । ইস্কো কর্মী এবং তাদের পরিবার-পরিজনেরা যাতে ভালোভাবে থাকতে পারেন তার জন্যই প্রধানত এই নির্দেশগুলির কথা বলা হয়েছে।
ঐ নির্দেশ নামায় প্রথমে বলা হয়েছে কর্মীদেরকে কারখানার ভেতর, দপ্তর ও কারখানার বাইরে খোলা জায়গায় মুখে মাস্ক পরা অত্যন্ত জরুরি ও অনিবার্য। দ্বিতীয়তঃ বাজার, শপিং মল, শহরের ধার্মিক স্থান বা যেখানে বেশি সংখ্যায় মানুষেরা জড় হচ্ছেন সেসব জায়গায় সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। তৃতীয়ত সাবান জল দিয়ে নিয়মিত হাত ধুতে হবে এবং সেনিটাইজ করার ব্যবস্থা রাখতে হবে।

চতুর্থত সরকারের আধিকারিকরা সময় সময় সামাজিক বা সার্বজনীনভাবে যেসব নির্দেশ দেবেন সেগুলো মেনে চলতে হবে। পঞ্চমত যদি খুব জরুরী হয় তাহলেই শহরের বাইরে যাওয়ার কথা ভাবুন। ষষ্ঠ তো জ্বর ,গলা ব্যথা ,কাশি ,পেট খারাপ, শরীরে ব্যথার টানা লক্ষণ হলেই সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিন । সপ্তমত বুস্টার ডোজ সহ টিকা নেওয়ার চেষ্টা করুন । অষ্টমত ইস্কো কারখানার তরফে যেসব এডভাইসারি বা পরামর্শ দেওয়া হবে তা পালন করার চেষ্টা করবেন।
অন্যদিকে, গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে নতুন করে আসানসোল জেলা হাসপাতালের কোভিড ওয়ার্ডে ভর্তি হয়নি বলে হাসপাতাল সুপার ডাঃ নিখিল চন্দ্র দাস শনিবার রাতে জানান।

অন্যদিকে কর্মীদের দাবি হচ্ছে যে করোনা যখন বাড়ছে তখন বায়োমেট্রিক অ্যাটেনডেন্স বন্ধ করা হোক সেইলেরই বোকারো স্টিল প্লান্টে এই নিয়ে নির্দেশিকা জারি হয়েছে কিন্তু বানপুরে এখনো এই নিয়ে কোন নির্দেশ জারি করা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *