তিন তৃনমুল কংগ্রেসের কর্মীর অকাল মৃত্যু, শ্রদ্ধা জানাতে বার্ণপুরে রক্তদান শিবির
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* তিন তৃণমূল যুব কংগ্রেসের কর্মী বিদেশ দেওঘরিয়া, অভিষেক চক্রবর্তী ওরফে তুফান ও যশবন্ত সিং ওরফে বিট্টুর কয়েক দিন আগে পৃথক দুটি পথ দুর্ঘটনায় অকাল মৃত্যু ঘটে। তাদের স্মৃতির উদ্দেশ্যে ও শ্রদ্ধা জানাতে শনিবার আসানসোল পুরনিগমের ৭৮ নম্বর ওয়ার্ডের বার্নপুর স্টেশন মোড় পার্টি অফিসে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়।




এই শিবিরের শুভ সূচনা করেন আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায় । উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র ওয়াসিমুল হক , মেয়র পারিষদ, কাউন্সিলর অশোক রুদ্র, শিবানন্দ বাউরি সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মীরা। ছিলেন ঐ তিনজনের পরিবারের সদস্যরা। এই শিবিরে ৬৫ জন (মহিলা ও পুরুষ মিলিয়ে ) স্বেচ্ছায় রক্তদান করেন।
- দুর্গাপুরে ” বনমহোৎসব ” অনুষ্ঠানে গাছ পুঁতলেন মন্ত্রী ও জেলাশাসক
- হেলথওয়ার্ল্ড হাসপাতাল আসানসোল : রোবোটিক সার্জারির মাধ্যমে পূর্ব ভারতে স্বাস্থ্য পরিষেবায় বিপ্লব
- “बड़ी सैलरी नहीं, सही आदतें बनाती हैं आपको वास्तव में अमीर”
- Healthworld Hospital Asansol : रोबोटिक सर्जरी के साथ पूर्वी भारत में स्वास्थ्य सेवा में क्रांति : डॉ. अरुणांग्शु गांगुली
- আসানসোলে ১৯ নম্বর জাতীয় সড়কে ধস, গর্তে এলাকায় চাঞ্চল্য, ব্যারিকেড করে যান চলাচলে নিয়ন্ত্রণ