ASANSOL

ইসিএলের ওসিপি থেকে কয়লা চুরির অভিযোগ, বাড়িতে -বাড়িতে ফাটল, এলাকায় আতঙ্ক

তৃনমুল কাউন্সিলের নেতৃত্বে বাসিন্দাদের ধর্ণা বিক্ষোভ

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ ৯ মাস ধরে বন্ধ রয়েছে আসানসোলে ইসিএলের ভানোড়া ওসিপি বা খোলামুখ খনি। অভিযোগ, সেই ওসিপি থেকে সিআইএসএফ জওয়ানদের পাহারা থাকা সত্বেও কয়লা চুরি চলছে। আর এই বেআইনি কয়লা চুরির কারণে আশপাশের এলাকায় ধস নামছে। বাড়িতে বাড়িতে ফাটল দেখা দিয়েছে। এলাকার বাসিন্দারা ভয়ে পরিবারের সদস্যদের নিয়ে বাইরে দিনরাত কাটাচ্ছেন।
এমন অবস্থায় আসানসোল পুরনিগমের ১৪ নং ওয়ার্ডের তৃনমুল কংগ্রেসের কাউন্সিলর উৎপল সিনহার নেতৃত্বে এলাকার বাসিন্দারা বুধবার ইসিএলকে ভানোড়া ওসিপিতে জেনারেল ম্যানেজারের অফিসের সামনে ধর্ণা অবস্থানে বসেন। তারা বিক্ষোভ দেখান। একটি স্মারকলিপিও দেওয়া হয়।



এই প্রসঙ্গে তৃনমুল কংগ্রেসের কাউন্সিলর বলেন, এই ওসিপি ৯ মাস ধরে বন্ধ। সিআইএসএফের পাহারা রয়েছে। তারপরেও এখান থেকে বেআইনি ভাবে কয়লা চুরি হচ্ছে। এরফলে এলাকায় এলাকায় ধস নামছে। ধসে কোড়া পাড়া, দলুই পাড়া সহ প্রভৃতি এলাকার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। তার অভিযোগ, এই বন্ধ ওসিপি থেকে অবৈধভাবে কয়লা পাচার হচ্ছে, তাও ইসিএল গাড়ি করে।

তিনি বলেন, সম্প্রতি দলুই পাড়ায় ধসের ঘটনা ঘটেছে। একটি বাড়িতে ফাটল ধরেছে। যে কারণে মানুষ আতঙ্কিত।উৎপল সিনহা বলেন, এর প্রতিবাদ করে ইসিএল ও প্রশাসনকে বহুবার বলা হয়েছে কিন্তু কোন কিছু এখনো পর্যন্ত হয়নি। এরই পরিপ্রেক্ষিতে এদিন ধর্ণা অবস্থানের পাশাপাশি বিক্ষোভ মিছিল করে স্মারকলিপি দেওয় হয়। যদি ইসিএল এই খনি থেকে অবৈধভাবে কয়লা উত্তোলন ও চোরাচালান বন্ধ না করে, তাহলে আগামী দিনে ব্যাপক আন্দোলন গড়ে তোলা হবে। প্রয়োজনে আমরণ অনশনে বসা হবে বলে তিনি জানান।
তবে এই নিয়ে ইসিএলের তরফে কোন মন্তব্য করা হয় নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *