সার্ভেয়ারকে ব্যাপক মারধর, জামুরিয়া থানায় পুলিশের ব্যারিকেড টপকে বিক্ষোভ
বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ : এবার জামুরিয়া থানায় বিক্ষোভরত বিক্ষোভকারীরা, পুলিশের গেট আগলে বিক্ষোভকারীদের রোখার জন্য গেট বন্ধ করে পুলিশের ব্যারিকেড তৈরি করে।সেই ব্যারিকেড টপকে বিক্ষোভকারীরা ঢুকে পড়ল থানায় বিক্ষোভ দেখাতে। বৃহস্পতিবার এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হল জামুরিয়া থানা চত্বরে।




ঘটনা প্রসঙ্গে জানা যায় গত একুশে ডিসেম্বর জামুরিয়ার শিবপুরের বাসিন্দা বাদল মুর্মু নামের এক সার্ভেয়ার জমির মাপ যোপ করতে জামুড়িয়ার দু’নম্বর ওয়ার্ডের পৌনিহাটি ওয়ার্কসপ এলাকায় জমিগুলি খতিয়ে দেখতে যান। সে বিষয়ের প্রেক্ষিতেই সে সময় একদল এলাকাবাসী আদিবাসী সোম মুর্মুর নেতৃত্বে ঐ সার্ভেয়ারকে ব্যাপক মারধর করে। এই ঘটনার জেরে গুরুতর আহত হয়ে জেলা হাসপাতালে ভর্তি হয় সে। ইদানিং তার শারীরিক অবস্থার আরো অবনতি হয়েছে এই বিষয়ের প্রেক্ষিতেই এবার আদিবাসী সম্প্রদায়ের মানুষজন একত্রিত হয়ে।
এই ঘটনার সঙ্গে যুক্ত সকল সদস্যদের গ্রেপ্তারের দাবিতে থানার গেটের সামনে বিক্ষোভ দেখায়। পরে বিক্ষোভকারীদের পুলিশ বাধা দিলে বিক্ষোভকারীদের ঠেলায় থানার গেটের দরজা খুলে গিয়ে বিক্ষোভকারীরা থানা চত্বরে ঢুকে পড়ে । এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় জামুরিয়া থানায় এলাকায় এখনো ঘটনা প্রেক্ষিতে উত্তেজনা জারি রয়েছে থানা চত্বরে বিক্ষোভকারীরা তাদের বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন থানা লাগয়া এলাকায়। পাঁচজন সদস্য জামুড়িয়া থানার আধিকারিক এর সাথে দেখা করে তাদের দাবিদাওয়া গুলি তুলে ধরেছেন। এদিন তারা দাবি করেন অবিলম্বে অভিযুক্ত ব্যক্তিদের গ্রেফতার করতে হবে ও ঘর ছাড়া পরিবারের সদস্য বাদল মুর্মুর পরিবারের সকল সদস্যদের বাড়িতে থাকার ব্যবস্থা পুলিশ প্রশাসনকে করতে হবে।