রাজ্য ও কেন্দ্র মিলে গরীব মানুষের শোষণ করছে : মীনাক্ষী মুখার্জী
বেঙ্গল মিরর, কাজল মিত্র : সালানপুর ব্লকের বামফ্রন্ট মূখ্য কার্যালয়ের সামনে কৃষক সভা ও খেত মজুর,যুব এবং শ্রমিক সংগঠন সহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়।তাছাড়া আবাস যোজনায় বেআইনি নামের তালিকা বাতিল সহ আদিবাসী ও গরীব মানুষদের আবাস যোজনার তালিকায় নামগুলি নথিভুক্ত করার দাবি জানিয়ে এবং একশো দিনের কাজের বকেয়া টাকা পাইয়ে দেওয়া সহ মোট সাতদফার দাবি জানিয়ে সালানপুর ব্লকের বিডিও অদিতি বসুর হাতে লিখিত স্মারকলিপি তুলে দেওয়া হয়।




এদিন বিডিও অদিতি বসু তাদের দাবি গুলি খতিয়ে দেখার আশ্বাসদেন। তাছাড়াও বিক্ষোভ সভায় উপস্থিত হন রাজ্যের সভানেত্রী মীনাক্ষী মুখার্জী।এদিন তিনি বিক্ষোভ মঞ্চ থেকে রাজ্য ও কেন্দ্র সরকারকে কটাক্ষ করে বলেন রাজ্য ও কেন্দ্র মিলে গরীব মানুষের শোষণ করে চলেছে।দিকে দিকে আবাস দুর্নীতি,শিক্ষা সহ বিভিন্ন স্থানে লুঠ রাজ চলছে।আবাস যোজনার তালিকায় তৃণমূল নেতা কর্মী সহ পঞ্চায়েতের প্রধানদের নাম প্রমাণিত করে দিচ্ছি দুর্নীতি কত পরিমাণে হচ্ছে। আর দিনের পর দিন মূল্য বৃদ্ধির জন্য মানুষ মারা যাচ্ছে।কাজ নেই বেকারত্ব বাড়ছে।বড় বড় শিল্পগুলি কারখানাগুলি বন্ধ হচ্ছে সব কিছুই বেসরকারি হচ্ছে তবে দেশ কি অবস্থায় আছে তা সাধারণ মানুষ দেখছে।আর তারাই সঠিক সময়ে জবাব দেবে।