আসানসোল ডিভিশনের কালীপাহাড়ি ও রানিগঞ্জ স্টেশন পরিদর্শনে ডিআরএম
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ পূর্ব রেলের আসানসোল ডিভিশনের ডিআরএম বা ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার পরমানন্দ শর্মা সোমবার আসানসোল ডিভিশনের কালীপাহাড়ি ও রানিগঞ্জ স্টেশন পরিদর্শন করেন। তিনি এই স্টেশনগুলিতে পরিকল্পনা নেওয়া বড় ধরনের ইয়ার্ড পুনর্নির্মাণের কাজগুলি পর্যালোচনা করেছেন। এই কাজ দুটি স্টেশন দিয়ে সমস্ত ট্রেন চলাচলের জন্য আরও কার্যকর ও সহজতর করবে। এর পাশাপাশি ইয়ার্ড পুনর্নির্মাণে রানিগঞ্জ স্টেশন থেকে বাঁকুড়ার মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে যাওয়া লোডেড রেক ও সেখান থেকে আসা খালি রেকের যাতায়াতের পক্ষে সুবিধা হবে ।
এদিন ডিআরএমের সঙ্গে ছিলেন এসবি সিং (সিনিয়র ডিওএম), শচীন সুমন (সিনিয়র ডিইএন/সি/), এসপি যাদব ( সিনিয়র ডিএসটিই), খুরশিদ আহমেদ( সিনিয়র ডিইই/টিআরডি), অজয় কুমার ( সিনিয়র ডিইই/জি), একে দিন্দা ( সিনিয়র ডিইই/ অপারেশন) সহ অন্যান্য অফিসার, সিনিয়র সুপারভাইজাররা।
- Abhishek Banerjee : 125 निकाय प्रमुखों, जिला अध्यक्षों की सूची तृणमूल सुप्रीमो के पास
- Asansol : सीएम ने किया छठ घाट का उद्घाटन, उपस्थित रहे मंत्री डीएम
- আসানসোলে ছট ঘাটের ভার্চুয়াল উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
- কলিয়ারীর কাজ বন্ধ করে বিক্ষোভ দেখাল গ্রামের বাসিন্দারা
- Asansol : जिले में 300 घाटों पर दिया जाएगा अर्घ्य, ड्रोन और तीसरी आंख से नजरदारी