মেয়ের জন্মদিনে রক্তদান, হেলথ চেকআপ শিবিরের আয়োজন করে দৃষ্টান্ত স্থাপন
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : সাধারণত জন্মদিনে, লোকেরা বাচ্চাদের সাথে কেক কেটে আত্মীয়দের সাথে আনন্দ করে, তবে আসানসোলের চেলিডাঙ্গার বাসিন্দা সমীরণ কর্মকার ওরফে পিন্টু তার মেয়ের ৪ তম জন্মদিন উপলক্ষে একটি অনন্য উদ্যোগের ঐতিহ্য অব্যাহত রেখেছেন। আসানসোলের আস্থা ও বিশ্বাসের কেন্দ্র মা ঘাঘরবুড়ি মন্দির চত্বরে দরিদ্র রক্তদান শিবিরের আয়োজন করে মেয়ের জন্মদিন উদযাপন করেন ।
রক্তদান শিবিরের পাশাপাশি সুধা হেলথকেয়ার এর সহযোগিতায় একটি হেলথ চেকআপ ক্যাম্পের আয়োজন করা হয়। রক্তদান শিবিরের উদ্বোধন করেন রক্তদান আন্দোলনের নেতা প্রবীর ধর। এখানে ওই রক্তদান শিবিরে রক্তদান করেন সমীরন কর্মকার সহ ১২ জন রক্তদাতা । শিবিরে রক্ত সংগ্রহ করেছে আসানসোল জেলা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের টিম। এখানে মানুষের জন্য একটি চক্ষু পরীক্ষা শিবিরেরও আয়োজন করা হয়েছিল। গরিবদের মাঝে নর-নারায়ণ সেবা ও কম্বল বিতরণ করা হয়। পিন্টু কর্মকার বলেন, ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ স্লোগান দিয়ে নয়, বাস্তবে কাজ করলেই সমাজে কন্যা সন্তান রক্ষা হবে।
প্রবীর ধর বলেন, পিন্টু কর্মকার সমাজে দৃষ্টান্ত স্থাপন করেছেন। সমাজের অন্যান্য ব্যক্তি ও সংগঠনকে এর থেকে অনুপ্রেরণা নিতে হবে। প্রতি বছর কন্যা শিশুর জন্মদিনে যেভাবে দরিদ্রদের সেবা করা হচ্ছে, তা অত্যন্ত প্রশংসনীয়।