ASANSOL

আসানসোলে গৃহস্থের বাড়িতে দুঃসাহসিক চুরি

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ ছাদের দরজা দিয়ে ঢুকে আলমারি খুলে চুরি হলো এক গৃহস্থের বাড়িতে। মঙ্গলবার রাতে এই দুঃসাহসিক চুরির ঘটনাটি ঘটে। বুধবার সকালে এই ঘটনার কথা জানাজানি হওয়ার পরে আসানসোল উত্তর থানার রেলপারের সাউথ ধাদকার জেসি বোস লেনে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বেসরকারি ইন্সটিটিউটের মালিক গৃহকর্তা দীপক মুখোপাধ্যায়ের দাবি, চোরেরা ঘরের ভেতরে আলমারির লকার খুলে একটা ব্যাগে থাকা নগদ ৮০ হাজার টাকা ও একটি সোনার চেন নিয়ে গেছে। এছাড়াও পার্টসে রাখা কিছু টাকাও খোয়া গেছে। খবর পেয়ে আসানসোল উত্তর থানার পুলিশ এলাকায় আসে। গৃহকর্তার অভিযোগ নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।


জানা গেছে, আসানসোলের রেলপার এলাকার সাউথ ধাদকার জেসি বোস লেনের বাসিন্দা দীপক মুখোপাধ্যায় অন্যদিনের মতো মঙ্গলবার রাতে শুয়ে পড়েন। তার সঙ্গে স্ত্রী ও ছেলে ছিলো। বুধবার সকাল সাড়ে ছটা নাগাদ দীপকবাবু ঘুম থেকে উঠে দেখেন, ঘরের ভেতর থেকে যে সিঁড়ি ছাদে গেছে সেখানে পার্টস পড়ে রয়েছে। ছড়িয়ে পড়ে আছে অন্য জিনিসও। সঙ্গে সঙ্গে তিনি ছাদে উঠে দেখেন দরজা খোলা রয়েছে। নিচে ঘরের মধ্যে আলমারিও খোলা। তার মধ্যে থাকা লকারও খোলা পড়ে রয়েছে। লকারে রাখা টাকা ও গয়নার ব্যাগ নেই। তিনি বুঝতে পারেন যে, রাতে ছাদের দরজা দিয়ে চোর ঘরের ভেতরে এসে চুরি করেছে।
আসানসোল উত্তর থানার পুলিশ জানায়, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করা হচ্ছে।

Leave a Reply