আলকুশা আদিবাসী গ্রামে মাঝি থানের উদ্বোধন করলেন বিধায়ক প্রতিনিধি
বেঙ্গল মিরর, কাজল মিত্র :-সালানপুর ব্লকের ফুলবেড়িয়া বলকুন্ডা পঞ্চায়েতের অন্তর্গত আলকুশা আদিবাসী গ্রামের মধ্যে পঞ্চায়েতের ফিফটিন এফ সি ফান্ড থেকে মাঝি থানের নির্মাণ করা হয় । তারই আজ ফিতে কেঁটে উদ্বোধন করলেন বারাবনি বিধায়কের প্রতিনিধি তথা যুবনেতা মুকুল উপাধ্যায়।তাছাড়া সামনেই বদনা উৎসব তার কথা মাথায় রেখে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আলকুশা গ্রামের প্রায় একশো গরীব মানুষের মধ্যে কম্বল,শাড়ি ও ধুতি বিতরণ করা হয়।



এদিন মুকুল উপাধ্যায় বলেন গ্রামের মানুষের বহুদিনের চাহিদা ছিলো মাঝিথানটির তারই আজ উদ্বোধন করা হলো।পাশাপাশি বদনা উৎসব কে সামনে রেখে এলাকার কিছু অসহায় মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হলো।
তাছাড়া এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য কৈলাশপতি মণ্ডল,সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ভোলা সিং,ললিত দাস সহ আরো অনেকে।
- Facebook पर आपत्तिजनक पोस्ट का आरोप 4 महीने बाद रानीगंज से भाजयुमो नेता गिरफ्तार
- আসানসোলে ৪৫০ কোটি টাকা আর্থিক প্রতারণার অভিযোগ, বিনিয়োগকারীদের বিক্ষোভ
- Asansol : Railpar में 450 करोड़ के फर्जीवाड़ा का दावा ? TMC नेता का क्या कनेक्शन ?
- Durgapur Rape Case : सनसनीखेज मोड़, दो आरोपियों का मजिस्ट्रेट के सामने गोपनीय बयान दर्ज
- Asansol : अराजक तत्वों ने दुकान में लगाई आग