আলকুশা আদিবাসী গ্রামে মাঝি থানের উদ্বোধন করলেন বিধায়ক প্রতিনিধি
বেঙ্গল মিরর, কাজল মিত্র :-সালানপুর ব্লকের ফুলবেড়িয়া বলকুন্ডা পঞ্চায়েতের অন্তর্গত আলকুশা আদিবাসী গ্রামের মধ্যে পঞ্চায়েতের ফিফটিন এফ সি ফান্ড থেকে মাঝি থানের নির্মাণ করা হয় । তারই আজ ফিতে কেঁটে উদ্বোধন করলেন বারাবনি বিধায়কের প্রতিনিধি তথা যুবনেতা মুকুল উপাধ্যায়।তাছাড়া সামনেই বদনা উৎসব তার কথা মাথায় রেখে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আলকুশা গ্রামের প্রায় একশো গরীব মানুষের মধ্যে কম্বল,শাড়ি ও ধুতি বিতরণ করা হয়।




এদিন মুকুল উপাধ্যায় বলেন গ্রামের মানুষের বহুদিনের চাহিদা ছিলো মাঝিথানটির তারই আজ উদ্বোধন করা হলো।পাশাপাশি বদনা উৎসব কে সামনে রেখে এলাকার কিছু অসহায় মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হলো।
তাছাড়া এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য কৈলাশপতি মণ্ডল,সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ভোলা সিং,ললিত দাস সহ আরো অনেকে।
- আসানসোলে পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের অভিযান, উদ্ধার ৪৪ কেজি গাঁজা, ধৃত তিন
- IAS Raju Mishra को नगर निगम ने दी विदाई
- Asansol : टीएमसी की विशाल रैली, बांग्ला भाषियों पर अत्याचार के खिलाफ प्रदर्शन
- दोस्तों के खातों में सोहेल ने भेजें साइबर ठगी के रूपए ? नगदी लेकर गायब, पुलिस से शिकायत
- আসানসোলের বিস্তীর্ণ এলাকা প্রবল বৃষ্টিতে জলমগ্ন, দুর্ভোগে সাধারণ মানুষ, আবারও প্রশ্নের মুখে নিকাশি ব্যবস্থা