BARABANI-SALANPUR-CHITTARANJAN

দিদির দূত আপনার দুয়ারে, দিদির সুরক্ষা কবচ প্রতিটি বাড়িতে

বেঙ্গল মিরর, কাজল মিত্র :-১১ই জানুয়ারি থেকে সালানপুর ব্লকে শুরু হতে চলেছে তৃণমূল কংগ্রেসের নতুন অনুষ্ঠান দিদির সুরক্ষা কবচ কর্মসূচি । আর তারই আগে সালানপুর ব্লকের ১১টি পঞ্চায়েতের প্রধান,উপপ্রধান সহ ব্লকের সমস্ত নেতৃত্বদের নিয়ে বৈঠক করলেন ব্লকের সভাপতি মহম্মদ আরমান।এদিন তিনি বৈঠকে বার্তাদেন দিদির দূত আপনার দুয়ারে, দিদির সুরক্ষা কবচ প্রতিটি বাড়িতে।

মা মাটি হচ্ছে প্রতিটি মানুষের জীবনসঙ্গী।তাই রাজ্য সরকারের প্রতিটি প্রকল্প নিয়ে মানুষের বাড়ি বাড়ি প্রচার করতে হবে।তাছাড়া এলাকার মানুষ যদি কোনো সুবিধা থেকে এখনো পর্যন্ত বঞ্চিত রয়েছে সেইসব প্রকল্পগুলি পাইয়ে দেবার ব্যাবস্থা করতে হবে।রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে সবার পাশে।

Leave a Reply