বিএনআর ক্লাবে সাহিত্য পত্রিকা প্রকাশের সাথেই বাউল সংগীতের আসর
বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, আসানসোলে : জিটি রোডের রাস্তার ধারে কবিদের লড়াই লক্ষ্য করা গেল আসানসোল শহরের প্রাণকেন্দ্রে আর উৎসব দর্শকেরা দেখলেন আনন্দে কবিদের এই লড়াই পর্ব। শীতের সকালেই আসানসোলের বি এন আর মোড়ে অবস্থিত, বি এন আর ক্লাবে বিগত বছর গুলির ন্যায় এবারও বসেছিল কবিতা পাঠের আসর, তার সাথেই ছিল সাহিত্য পত্রিকা প্রকাশের সাথেই বাউল সংগীতের আসর। আর সেই আসরের শুরুতেই হঠাৎই কবি সম্মেলনে এসে হাজির প্রায় ১০০ জন কবি। তাই কবিতা পাঠ কে আগে করবেন। কে শুনিয়ে দেবেন তার মনের কবিতা, দর্শকদের সামনে। সে বিষয় নিয়েই দেখা গেল ব্যাপক হুড়োহুড়ি।




বিগত বছরগুলিতেও এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেন উদ্যোক্তারা সেবারের মতো এবারও এসেছে কবির দল। ঠিক পরিযায়ী পাখিদের মতো হঠাৎ করে মুখরিত করেছেন আসানসোলের রবীন্দ্র ভবন সংলগ্ন এলাকা। আর সেই কবিতার লড়াইয়ের মাঝেই হাজির হয়েছেন রানীগঞ্জের বিধায়ক তথা আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়। তিনি এই মঞ্চে হাজির হয়ে একটি বিশিষ্ট সাহিত্য পত্রিকা দীর্ঘদিন পরে প্রকাশিত হওয়া হ্যামলেট , ও বিশিষ্ট লেখকের নন্দদুলাল আচার্যর গবেষণামূলক গ্রন্থ পশ্চিম বর্ধমানের ইতিহাস ও সংস্কৃতি প্রকাশিত হয় মঞ্চে।
পরে প্রত্যক্ষ বার্তার সাংবাদিক চরণ মুখার্জি ও একটি বেসরকারি চ্যানেলের সাংবাদিক ব্রজ ব্যানার্জিকে সংবর্ধিত করেন তারা। এই কবি সম্মেলনে হাজির হয়ে আবেগ উচ্ছ্বাসে ফেটে পড়েন তাপস বন্দ্যোপাধ্যায়। তিনি তার বক্তব্যে কি বার্তা দিয়েছেন সকলকে আসুন শুনে নিন। এদিনের এই অনুষ্ঠানের সঞ্চালনা করেন করবি রায় চৌধুরী, ও অর্পিতা ঠাকুর। ক্লাব সম্পাদক বিদ্যুৎ দাস ও উৎসব কমিটির সভাপতি বিকাশ গায়েন জানান এবারের বর্ষবরণ ও বর্শবিদায় উৎসবের সাফল্যে তারা অনুপ্রাণিত।