BARABANI-SALANPUR-CHITTARANJAN

ঢালাই রাস্তার কাজের সূচনা করলেন এডিডিএ চেয়ারম্যান ও মেয়র, ২৪ লক্ষ টাকা ব্যয় করা হবে

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- পশ্চিম বর্ধমান জেলার সালানপুর ব্লকের আছড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হরিশাডি গ্রামের ঢালাই রাস্তার কাজের শুভ সূচনা করলেন এডিডিএ চেয়ারম্যান তাপস ব্যানার্জি ও আসানসোল মেয়র বিধান উপাধ্যায় মহাশয়।এদিন দুজনে ফিতা কেটে
ফলক উন্মোচন করে ঢালাই রাস্তার কাজের সূচনা করেন । এই রাস্তাটি হরিসাডি গ্রাম হয়ে বাসুদেবপুর পর্যন্ত গেছে যেটি হরিসাডি গ্রামের মানুষ এর আসানসোল যাবার সহজ রাস্তা । রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল থাকার কারনে গ্রামবাসীদের বহু অসুবিধা হত । যার কারনে
গ্রামবাসীরা বারাবনি বিধায়ক বিধান উপাধ্যায় মহাশয় এর কাছে রাস্তাটি সংস্কার এর দাবি করেন তাছাড়া গ্রামে রয়েছে বিভিন্ন মন্দির আর রাস্তা খারাপ হবার নেই কোন জল নিষ্কাশন এর ব্যাবস্থা সেই কারনে গ্রাম বাসীদের কথা মত বিধায়ক বিধান উপাধ্যায় এর উদ্দ্যোগে এই রাস্তাটি সংস্কার কাজের সূচনা হল।


এই রাস্তাটি হরিসাডি মোড়ের স্বাস্থকেন্দ্র থেকে হরিশাডি গ্রামের মাথা পর্যন্ত প্রায় ২৪০ মিটার ঢালাই রাস্তার উদ্বোধন করা হল। আসানসোল এডিডিএ আর্থিক অনুকূল্য মোট ২৪ লক্ষ ২৫ হাজার ১৪০ টাকা ব্যয় বরাদ্দ করে এই প্রকল্পের কাজ করা হবে।
এদিন প্রধান অতিথি ছাড়াও উপস্থিত ছিলেন সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী কর্মকার ঘাসি ,জেলা পরিষদের কর্মাধ্যক্ষ
মোঃ আরমান,সমাজসেবী ভোলা সিং,বিশিষ্ট সমাজসেবী অমল তেওয়ারি, আছড়া উপ প্রধান হরেরাম তেওয়ারি সহ বিশিষ্ট ব্যক্তিরা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *