BARABANI-SALANPUR-CHITTARANJAN

“দিদির সুরক্ষা কবচ” : বাড়ি বাড়ি গিয়ে প্রচার শুরু

বেঙ্গল মিরর, কাজল মিত্র :-বারাবনি বিধানসভার বারাবনি ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্দ্যোগে পানুড়িয়া তৃণমূল কার্যালয়ে”দিদির সুরক্ষা কবচ” কর্মসূচির মধ্যে দিয়ে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।এদিনের এই বৈঠকটি বারাবনি ব্লক তৃণমূলের সভাপতি অসিত সিংহ মহাশয়ের নেতৃত্বে ডাকা হয় এদিন তিনি বারাবনি ব্লকের অন্তর্গত ৮ টি গ্রাম পঞ্চায়েত প্রধান ও উপ প্রধান সহ ব্লক সভাপতি, সহ সভাপতি,যুব সভাপতি ও মহিলা সভানেত্রী,
বঙ্গজননীর সভানেত্রী,
শ্রমিক সংগঠনের সভাপতি এবং দলের সমস্ত নেতৃত্বদের নিয়ে “দিদির সুরক্ষা কবচ” কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

তিনি বলেন রাজ্য সরকারের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যেসব প্রকল্প রয়েছে তা দিদির দূত রূপে আমাদের প্রতিনিধিরা বাড়ি বাড়ি গিয়ে প্রচার শুরু করবে।তাছাড়া এখানো যারা রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন তাদের প্রকল্পের সুবিধা পাইয়ে দিতে সাহায্য করবে।তিনি আরো বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসের সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মত এই কর্মসূচি বারাবনি ব্লকে দুই মাস ধরে চলবে।

এদিন সাংবাদিক সম্মেলন অনুষ্ঠানে বারাবনি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অসিত সিংহ,ছাড়াও উপস্থিত ছিলেন
বারাবনি পঞ্চায়েত সমিতির সভাপতি মালা বাউরি, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পূজা মান্ডি, জামগ্রাম পঞ্চায়েত প্রধান কেশব রাউত, বিশ্বজিৎ সিংহ, ইন্দ্রজিৎ সিংহ আশীষ মন্ডল,সহ আরো অনেকে।

Leave a Reply