আসানসোলে দগ্ধ মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দ্যোপাধ্যায় : আসানসোলে একটি দগ্ধ মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। সকালে আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত সেন্ট জোসেফ স্কুল প্রাইমারি সেকশনের কাছে রেল হাসপাতাল কলোনি চত্বরে একটি দগ্ধ দেহ পাওয়া গেলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়।




পুলিশ সূত্রে প্রাপ্ত তথ্যে জানা যায়, ঘটনাস্থলে একটি দগ্ধ দেহ এবং একটি সাইকেল পড়ে ছিল, কারা পুড়িয়ে দিয়েছে এবং কীভাবে পুড়িয়েছে, খবর লেখা পর্যন্ত পুলিশ তদন্ত করছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
- পশ্চিম বর্ধমান জেলায় তৃণমূল কংগ্রেসের ব্লক কমিটি ঘোষণা, জায়গা পেলো বেশ কিছু নতুন মুখ
- Paschim Bardhaman TMC ब्लॉक कमेटियों की घोषणा, नई बोतल में पुरानी शराब
- Asansol : धेमोमेन अक्षरधाम पंडाल, भव्य उद्घाटन 50 लाख बजट
- দুর্গাপূজোর আগে বার্নপুরে ব্যানার বিতর্ক
- SAIL ISP क्षमता विस्तार की दिशा में बड़ा कदम, नई एलडीसीपी हेतु अनुबंध पर हस्ताक्षर किए