আসানসোলে দগ্ধ মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দ্যোপাধ্যায় : আসানসোলে একটি দগ্ধ মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। সকালে আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত সেন্ট জোসেফ স্কুল প্রাইমারি সেকশনের কাছে রেল হাসপাতাল কলোনি চত্বরে একটি দগ্ধ দেহ পাওয়া গেলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়।




পুলিশ সূত্রে প্রাপ্ত তথ্যে জানা যায়, ঘটনাস্থলে একটি দগ্ধ দেহ এবং একটি সাইকেল পড়ে ছিল, কারা পুড়িয়ে দিয়েছে এবং কীভাবে পুড়িয়েছে, খবর লেখা পর্যন্ত পুলিশ তদন্ত করছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
- বার্নপুরে দামোদরে ভেঙে পড়লো পিএইচইর পাইনলাইনের ব্রিজ, বিস্তীর্ণ এলাকায় সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা
- আসানসোলে পাপ্পু ও বিবেকের বালিঘাটে পুলিশের হানা
- Breaking : पाइपलाइन पुल गिरा दामोदर में, पानी के लिए मचेगा हाहाकार
- Asansol में अवैध बालू कारोबार पुलिस का बड़ा एक्शन
- “अल्फ्रेड पार्क की अंतिम पुकार – आज़ाद अमर रहें “