পাহাড়গোড়া আদিবাসী গ্রামে তৃণমূল কংগ্রেসের বস্ত্র বিতরণ
বেঙ্গল মিরর, কাজল মিত্র:– সালানপুর ব্লকের সামডি গ্রাম পঞ্চায়েত অন্তর্গত পাহাড় গোড়া আদিবাসী পাড়ায় আজ সামডি আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বাঁধনা উৎসব উপলক্ষে প্রায় সাড়ে তিনশো কম্বল ও শাড়ি বিতরণ করা হয়।এইদিন বস্ত্রগুলি অসহায় মানুষের হাতে তুলেদেন তৃণমূল কংগ্রেস যুবনেতা তথা বিধায়ক প্রতিনিধি মুকুল উপাধ্যায়।তিনি বলেন সারা বিধানসভা জুড়ে বাঁধনা উৎসব উপলক্ষে নতুন বস্ত্র দেওয়া হচ্ছে। আমরা চাই সবাই উৎসবে নতুন বস্ত্র পরে আনন্দ করুক।তাছাড়া এইদিন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ভোলা সিং,সামডি আঞ্চলিক তৃণমূল কংগ্রেস সভাপতি স্বপন মণ্ডল,জেলা পরিষদের সদস্য কৈলাশপতি মণ্ডল,গৌরাঙ্গ তেওয়ারি সহ আরও অনেকে।




- Asansol : निगम आयुक्त को क्रेडाई – एसीसीआई ने किया सम्मानित
- Durgapur : 3rd भावना मेमोरियल शतरंज चैंपियनशिप 2025 संपन्न
- আসানসোলে জেলাশাসকের উপস্থিতিতে সামগ্রিক উন্নয়ন নিয়ে পর্যালোচনা বৈঠক
- আসানসোলের মন্দিরে শিব ভক্তদের ভিড়
- আসানসোলের পুর কমিশনারকে সম্বর্ধনা ক্রেডাই ও চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের