ASANSOL

আসানসোল রামকৃষ্ণ মিশনের তরফে স্বামী বিবেকানন্দের জন্মদিন পালন, বর্ণ্যাঢ্য শোভাযাত্রা

বেঙ্গল মিরর, আসানসোল সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দ্যোপাধ্যায় : আসানসোল রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে স্বামী বিবেকানন্দের ১৬১ তম জন্মদিন ও জাতীয় যুব দিবস বৃহস্পতিবার যথাযথ মর্যাদার সঙ্গে পালন করা হয়। এই উপলক্ষে এদিন আসানসোল শহরে একটি বর্ণাঢ্য প্রভাত ফেরি বা শোভাযাত্রার আয়োজন করা হয়। সকালে এই প্রভাত ফেরি শহরের জিটি রোডের পুরনো রামকৃষ্ণ মিশন আশ্রম মোড় থেকে শুরু হয়। তা জিটি রোড, বিবেকানন্দ সরণী হয়ে ২ নং জাতীয় সড়কের জুবিলী মোড়ে বিবেকানন্দ পার্কে গিয়ে শেষ হয়। আসানসোলের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা, শিক্ষক – শিক্ষিকা সহ এনসিসির সদস্য, বিভিন্ন সংস্থা ও সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।

আসানসোল পুরনিগমের একটি ট্যাবলো এই শোভাযাত্রায় ছিলো। পরে জুবিলী পার্কের এক অনুষ্ঠানে আসানসোল রামকৃষ্ণ মিশনের সেক্রেটারি মহারাজ স্বামী সৌমাত্মানন্দী জি মহারাজ, রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার চেয়ারম্যান বিধায়ক তাপস বন্দোপাধ্যায়, আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায়, কাউন্সিলর শ্রাবণী মন্ডল সহ অন্যান্যরা স্বামী বিবেকানন্দের মূর্তিতে ফুল অর্পণ করেন। প্রত্যেকেই বক্তব্য রাখতে গিয়ে বর্তমান সমাজ ব্যবস্থায় স্বামী বিবেকানন্দের আদর্শ ও তার দেখানো পথ কতটা প্রাসঙ্গিক তা তুলে ধরেন। এছাড়াও নানা কর্মসূচির মধ্য দিয়ে এদিন স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী পালিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *