পথ দুর্ঘটনাতে আহত দুই যুবক
বেঙ্গল মিরর, কাজল মিত্র :-পথ দুর্ঘটনাতে আহত দুই যুবক। ঘটনাটি ঘটে আসানসোলের কুলটি থানার চৌরাঙ্গি ফাঁড়ির অন্তর্গত বাইপাস দুনম্বর জাতীয় সড়কের চৌরাঙ্গি ওভার ব্রিজের ওপর। স্থানীয় সূত্রে জানা গেছে শনিবার বিকালে মাইথন থেকে আসানসোল গামী একটি মোটর বাইকে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। এর ফলে মোটরবাইক চালক সহ আরেক জন আরোহী জখম হয়ে পড়ে ।যাদের মধ্যে একজনের অবস্থা গুরুত্বরো ।














ঘটনাস্থলেই দুমড়ে যায় মোটর বাইকটি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে চৌরাঙ্গি ফাঁড়ির পুলিশ। পুলিশ নিশ্চয়যানে করে গুরুত্বর আহত ব্যক্তিকেকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। স্থানীয়দের বক্তব্য মোটরবাইকটি দ্রুত গতিতে ছিল!আহতদের নাম কেশ শর্মা (১৫) ও সুরোজ শর্মা। আহত দুই যুবক নিঘা কোলিয়ারির বাসিন্দা বলে জানা গেছে!
- আসানসোলে অভিনব গিনি হাউসে লাকি ড্র প্রতিযোগিতার বিজয়ীদের পুরষ্কার
- SAIL ISP में सक्रिय हुआ एक और यूनियन, अन्य में तोड़-जोड़
- বার্নপুরে আইএসপি পার্মানেন্ট ওয়ার্কার্স ইউনিয়নের সভায় মন্ত্রী মলয় ঘটক
- अखिल भारतीय विद्यार्थी परिषद के आयाम Pharma Vision के तहत रक्तदान शिविर
- अभिनव गिन्नी हाउस में लकी लक्ष्मी लकी ड्रॉ के विजेताओं को उपहार दिए गए

