পথ দুর্ঘটনাতে আহত দুই যুবক
বেঙ্গল মিরর, কাজল মিত্র :-পথ দুর্ঘটনাতে আহত দুই যুবক। ঘটনাটি ঘটে আসানসোলের কুলটি থানার চৌরাঙ্গি ফাঁড়ির অন্তর্গত বাইপাস দুনম্বর জাতীয় সড়কের চৌরাঙ্গি ওভার ব্রিজের ওপর। স্থানীয় সূত্রে জানা গেছে শনিবার বিকালে মাইথন থেকে আসানসোল গামী একটি মোটর বাইকে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। এর ফলে মোটরবাইক চালক সহ আরেক জন আরোহী জখম হয়ে পড়ে ।যাদের মধ্যে একজনের অবস্থা গুরুত্বরো ।
ঘটনাস্থলেই দুমড়ে যায় মোটর বাইকটি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে চৌরাঙ্গি ফাঁড়ির পুলিশ। পুলিশ নিশ্চয়যানে করে গুরুত্বর আহত ব্যক্তিকেকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। স্থানীয়দের বক্তব্য মোটরবাইকটি দ্রুত গতিতে ছিল!আহতদের নাম কেশ শর্মা (১৫) ও সুরোজ শর্মা। আহত দুই যুবক নিঘা কোলিয়ারির বাসিন্দা বলে জানা গেছে!
- আসানসোলে তৃনমুলের ধিক্কার মিছিল, স্বরাষ্ট্র মন্ত্রীর পদত্যাগের দাবি
- নর্থ পয়েন্ট স্কুলের ২৫তম বার্ষিক অনুষ্ঠান
- नॉर्थ प्वाइंट स्कूल आसनसोल के 25 साल पूरे, रंगारंग आयोजन
- Asansol Court : বিশেষ চাহিদা সম্পন্ন যুবতীকে ধর্ষণে দোষী সাব্যস্ত যুবক, চার বছর পরে সাজা ঘোষণা
- वार्ड संख्या 49 के नागरिकों ने मेयर को सम्मानित किया, धन्यवाद दिया