BARABANI-SALANPUR-CHITTARANJAN

দুই মাথা বিশিষ্ট গরুর বাছুর জন্ম

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- সালানপুর ব্লকের অন্তর্গত জেমারি কলা ডাবরগ্রামের
বাসু পন্ডিত নামের এক ব্যক্তির বাড়িতে দুই মাথা বিশিষ্ট গরুর বাছুর জন্ম হয়েছে। শনিবার বিকেলে চারটের সময় ওই বাছুর জন্ম নেওয়ার খবরে এলাকা জুড়ে হইচই পড়ে যায়। বাছুরটিকে দেখতে বিভিন্ন গ্রাম থেকে শত শত মানুষ ভিড় করতে থাকে।



গাভীর মালিক বাসু পণ্ডিত জানান শুক্রবার
রাত্রি থেকেই গাভীটির যন্ত্রণা ওঠে তবে সকাল বেলায় খবর দেওয়া হয় পশু চিকিৎসকদের ।খবর পেয়ে দুই পশুর চিকিৎসক
সামডি পঞ্চায়েতের সুশান্ত বাউরি ও জেমারি পঞ্চায়েতের দেবাশীষ বাউরি দুইজনে সকালে সকালে আসেন এবং গাভিটির চিকিৎসা শুরু করেন প্রায় আট ঘন্টা চিকিৎসা শেষে গাভিটি দুটি মাথা বিশিষ্ট একটি বাছুর জন্ম দেয় যদিও জন্মের পর বাছুরটি মারা যায়.পশু চিকিৎসক সুশান্ত বাউরি ও দেবাশীষ বাউরি
বলেন,খবর পেয়ে আমরা সকালেই এসে পৌছায়। এবং প্রায় আট ঘন্টা পরিশ্রমের পর গরুটি দুটি মাথা ওয়ালা একটি বাছুর জন্ম দেয়।যদিও বাছুরটি জন্মের পরে মারাযায় ।

চিকিৎসক জানায় এর দুমাস আগেও দেন্দুয়া পঞ্চায়েতের একটিবাড়িতে এমন দুটি মাথা ওয়ালা বাছুর জন্ম দিয়েছিল সেটিও মারা গিয়েছে । সাধারণত এসব বিকলাঙ্গ বাছুর বেশি দিন বাঁচে না।
মা গাভীকে সুস্থ রাখতে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

Leave a Reply