আল্লাডি ঐকতান ওয়েলফেয়ার সোসাইটি উদ্যোগে ও পুনরদৃষ্টি আই হসপিটাল এর সহযোগিতায় চক্ষু চিকিৎসা শিবিরের আয়োজন
বেঙ্গল মিরর, কাজল মিত্র :-আল্লাডি ঐকতান ওয়েলফেয়ার সোসাইটি উদ্যোগে ও পুনরদৃষ্টি আই হসপিটাল এর সহযোগিতায় আল্লাডি পঞ্চায়েত সংলগ্ন কমিউনিটি হলে এক দিনব্যাপী বিনামুল্যে এক চক্ষু চিকিৎসা শিবিরের আয়োজন করে।এই শিবিরে ১২০ জন চক্ষু রোগীর চক্ষু ছানি পরীক্ষা করেন।














প্রতিবছরের মতো এবারও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। শিবিরে এলাকার বাসিন্দারা উপস্থিত থেকে চক্ষুপরিক্ষা করান। ক্লাবের তরফে জানা যায় যে এই শিবিরে চক্ষু পরীক্ষা করার পর যাদের ছানী চিহ্নিত হবে বিনামূল্যে তাদের ছানী অপারেশন করা হবে। শিবিরে ক্লাবের সহসম্পাদক দীনেশ সেন সহ সকল সদস্যরা উপস্থিত ছিলেন।
- আসানসোলে বিজেপি নেতার উদ্যোগে রক্তদান শিবির ও দলীয় কার্যালয়ের উদ্বোধন
- আসানসোল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের উদ্যোগে ” আসানসোল প্রাইড রান ২০২৬ “
- দুর্গাপুরে ইভটিজিং অভিযোগ ঘিরে মুখোমুখি তৃণমূল ও বিজেপি, ফাঁড়িতে স্লোগান, পাল্টা স্লোগানে উত্তেজনা
- ACCI का बुलू चटर्जी की याद में Asansol Pride Run 2026, अर्पिता – प्रतीक सर्वश्रेष्ठ
- বার্নপুরে ব্যবসায়ীকে শুটআউট, ধৃত তিন







