BARABANI-SALANPUR-CHITTARANJAN

আল্লাডি ঐকতান ওয়েলফেয়ার সোসাইটি উদ্যোগে ও পুনরদৃষ্টি আই হসপিটাল এর সহযোগিতায় চক্ষু চিকিৎসা শিবিরের আয়োজন

বেঙ্গল মিরর, কাজল মিত্র :-আল্লাডি ঐকতান ওয়েলফেয়ার সোসাইটি উদ্যোগে ও পুনরদৃষ্টি আই হসপিটাল এর সহযোগিতায় আল্লাডি পঞ্চায়েত সংলগ্ন কমিউনিটি হলে এক দিনব্যাপী বিনামুল্যে এক চক্ষু চিকিৎসা শিবিরের আয়োজন করে।এই শিবিরে ১২০ জন চক্ষু রোগীর চক্ষু ছানি পরীক্ষা করেন।


প্রতিবছরের মতো এবারও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। শিবিরে এলাকার বাসিন্দারা উপস্থিত থেকে চক্ষুপরিক্ষা করান। ক্লাবের তরফে জানা যায় যে এই শিবিরে চক্ষু পরীক্ষা করার পর যাদের ছানী চিহ্নিত হবে বিনামূল্যে তাদের ছানী অপারেশন করা হবে। শিবিরে ক্লাবের সহসম্পাদক দীনেশ সেন সহ সকল সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply