আল্লাডি ঐকতান ওয়েলফেয়ার সোসাইটি উদ্যোগে ও পুনরদৃষ্টি আই হসপিটাল এর সহযোগিতায় চক্ষু চিকিৎসা শিবিরের আয়োজন
বেঙ্গল মিরর, কাজল মিত্র :-আল্লাডি ঐকতান ওয়েলফেয়ার সোসাইটি উদ্যোগে ও পুনরদৃষ্টি আই হসপিটাল এর সহযোগিতায় আল্লাডি পঞ্চায়েত সংলগ্ন কমিউনিটি হলে এক দিনব্যাপী বিনামুল্যে এক চক্ষু চিকিৎসা শিবিরের আয়োজন করে।এই শিবিরে ১২০ জন চক্ষু রোগীর চক্ষু ছানি পরীক্ষা করেন।


প্রতিবছরের মতো এবারও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। শিবিরে এলাকার বাসিন্দারা উপস্থিত থেকে চক্ষুপরিক্ষা করান। ক্লাবের তরফে জানা যায় যে এই শিবিরে চক্ষু পরীক্ষা করার পর যাদের ছানী চিহ্নিত হবে বিনামূল্যে তাদের ছানী অপারেশন করা হবে। শিবিরে ক্লাবের সহসম্পাদক দীনেশ সেন সহ সকল সদস্যরা উপস্থিত ছিলেন।
- Asansol : बीच सड़क पर टोटो चालक और डेंटिंग मिस्त्री का हाई वोल्टेज ड्रामा, जमकर बरसाए लात घूंसे
- ECL कार्यालय में आक्रोशित ग्रामीणों ने की तोड़फोड़, अंडाल में धंसान से भड़के
- ইসিএলের অফিসে ভাঙচুর ক্ষুব্ধ গ্রামবাসীদের, জল বার করতে গিয়ে ধস অন্ডালের খনি এলাকায়
- হাইওয়া উল্টে যাওয়ায় ক্ষতিগ্রস্ত সুভাষ সেতু
- নিয়ামতপুর বাজারকে জামমুক্ত করার পরিকল্পনা নিল আসানসোল কর্পোরেশন ও কুলটি থানার পুলিশ