আসানসোল শহরে আবারও টোটো চালকদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায়ঃ ( Asansol News today Bengali ) আসানসোল শহরে জিটি রোডের একাংশে শুক্রবার থেকে টোটো চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আসানসোল দক্ষিণ থানা পুলিশ ও প্রশাসনের তরফে। যা নিয়ে টোটো চালকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। শুক্রবার সকাল থেকে তারা রাস্তায় নেমে দফায় দফায় বিক্ষোভ দেখান। আসানসোলের জিটি রোডের সিটি বাসস্ট্যান্ডের সামনে হটন রোড ও জিটি রোডের সংযোগস্থলে গতকালের মতো শনিবার সকাল সাড়ে ১১ টা থেকেই টোটো চালকেরা জিটি রোড অবরুদ্ধ করে বিক্ষোভ দেখাতে থাকেন।


তাদের একটাই দাবি ছিলো, টোটো চলতে দিতে হবে । এর পেছনে তাদের রুটি রুজির বিষয় রয়েছে। এই বিক্ষোভ অবরোধের ফলে জি টি রোডে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে এলাকায় উপস্থিত হন আসানসোল দক্ষিণ থানার ইন্সপেক্টর ইনচার্জ কৌশিক কুন্ডু থেকে শুরু করে এসিপি (ট্রাফিক) পুলিশ বাহিনী ও কমব্যাট ফোর্স। এদিকে আসানসোল দক্ষিণ থানার আইসি পক্ষ থেকে মাইকিং করা হয় যে এদিন সন্ধ্যে সাড়ে ছটার সময় সমস্ত টোটো চালককে আসানসোল দক্ষিণ থানায় এসে বৈঠকে বসার অনুরোধ করা হয়।
টোটো চালকের এই বিক্ষোভের ফলে আসানসোল শহরের জি টি রোড ও হটন রোড মোড় কার্যত অবরুদ্ধ হয়ে পড়ায় সাধারণ মানুষেরা চরম সমস্যার মুখে পড়েন। তাদেরকে হয়রানির শিকার হতে হয়। গোটা পরিস্থিতি সামাল দিতে পুলিশের তরফ থেকে টোটো চালকদের সঙ্গে কথাবার্তা চালানো হচ্ছে।
- স্পন্দন এবার শাস্ত্রীয় সংগীতে ওয়ার্ল্ড ফোরাম অফ আর্ট এন্ড কালচারের সংগীত প্রতিযোগিতায় অনবদ্য সংগীত পরিবেশন করে খনি অঞ্চলের মান বাড়াল
- कोयला तस्करी में नवीन को पुलिस ने लिया रिमांड पर, 3 ट्रक कोयला जब्त
- दिल्ली पब्लिक स्कूल आसनसोल में 12वीं के छात्रों का विदाई समारोह
- Asansol में 13 दिवसीय हस्तशिल्प मेला की शुरुआत
- আসানসোলে শুরু রাজ্য হস্তশিল্প তাঁত ও খাদি মেলা